তুমি কি ছেড়ে যাবে? ইট পাথরের বিশাল আলীশান বাড়ি? লেটেস্ট মডেলের গাড়ি ? যানজটের এই শহর ? চুনতি ডাকছে আমায়! যদি যাও আমার সাথে তোমায় দেবো। শান বাধানো না হলেও, ঘরের পাশে শান্ত পুকুর ঘাট? চাঁদের আলোয় আলোকিত, সুখ ভরা একটা ছোট্ট উঠোন ? হাসনা হেনা ফুলের সুবাস ভরা রাত্রি? জোনাকির আলোয় আলোকিত পথের পথিক হবে ?আমরা হাতেহাত রেখে হাটঁবো । আঁকা-বাঁকা বয়ে চলা মেঠো পথ আর-খাল, সবুজের সমাহার শ্যামল বৃক্ষরাজির মাঝ বরাবর,অসাধারণ সুন্দর মননের মহান আল্লাহের সৃষ্টি, সবকিছুই প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত পরিবেশ। আরো আরো আছে ? দোয়ানের সামনে! মুন্সেফ বাজার।প্রাণের আড্ডার ছোট্ট একটি হাট।হাজী শামসুল হুদা ছিদ্দিকীর বাড়ি, পূর্বে খাল পেরিয়ে সবুজের সমাহার। আঞ্জুমানে-ই-নওজোয়ান এর মাঠ।আমার মা, জনক ,জন্মভূমি চুনতি। যেখানে শায়িত আছেন আমার পিতা মরহুম বদরুল হুদা ছিদ্দিকী ও বংশের সবাই। চুনতি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটা নাম শুধু নয়। আধুনিক শিক্ষা সংস্কৃতির প্রাণকেন্দ্র । আধ্যাত্মিক ধর্মীয় ঐতিহ্যে মহিমান্বিত। পীর আউলিয়ার পূণ্য ভূমি। বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রাম। গ্রাম ভিত্তিক ওয়েবসাইটের পথিকৃত। চুনতি নান্দনিক আছে অপরুপ প্রাকৃতিক দৃশ্য । ছোট ছোট পাহাড় আর টিলার পাদদেশে । চট্টগ্রাম জেলার শেষ সীমানায়। চুনতি ইউনিয়ন, লোহাগাড়া উপজেলায় ।পবিত্র ভূমি যেখানে রয়েছে বিশ্বখ্যাত ১৯দিন ব্যাপী, চলমান আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী সঃ।শত বছরের মা গর্জন,আফের গাথ(সাপের গর্ত) ছোট ছোট লাল মাটির টিলার উপর মাটির বাড়ি। নয়ন ভরে দেখবো ছায়ায় ঘেরা মায়ায় ভরা গ্রাম, আমার শৈশব কৈশোরের সেই চুনতী যার নাম।
Make sure you enter the(*)required information