বলো বন্ধু সমাজ স্বজনীআমার দেশে আছে মেধাবী জানিআবর্জনা গুলো আজও কেন সম্পদে গড়িনিহতে পারে এর কিছু গ্যাস জ্বালানিহতে পারে এর কিছু সার বানানি কিছু এর জ্বালিয়ে দিয়ে কেন পুতে ফেলিনী !হাওয়ায় হাওয়ায় গন্ধ ছড়ায় মশা মাছি জীবাণু ছড়ায়রোগ মুক্ত জীবন গড়ায়আমার তোমার নয় কি দায় !দেখেছি মক্কায় মদিনায়থাইল্যান্ডের শহর দু ' খানায়-ধুয়ে মুছে ঝাড়-ঝুড় রাতের আঁধারেবন্দী হয়েছে বর্জ্য যত পলিব্যাগ মাঝারে ব্যবস্থাটি নিলে পরে- গন্ধ, না ময়লা ছড়াতে পারে?নির্দিষ্ট এক স্থানেই থাকে ব্যাগগুলো দেখেছিবহন করতে সুবিধাও বটে তাও ভেবেছি ৷
Make sure you enter the(*)required information