#চুনতি ডটকম#।
০৬' সালে জন্ম নেওয়া একটি প্রতিষ্ঠান উচ্ছাস,প্রতিশ্রুতি,পরিশ্রম,শিকড়ের সংযোগে আজ সমাদৃত। জন্মের পরেই সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধের সুকঠিন দায়িত্ব তুলে নেওয়ার সৎসাহস ঈর্ষণীয়।।
৬৮ হাজার গ্রাম বাংলায় সর্বপ্রথম অনবদ্য প্লাটফরম তৈরীর মাধ্যমে শিক্ষা সহায়তা,পুনর্মিলন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন পর্যবেক্ষণ, বিতর্ক সভার আয়োজন,ইফতার,সাহিত্য লিখন,সহযোগী সংগঠনের মাধ্যমে স্বাস্থ্য পরিবীক্ষন স্বরুপ "চক্ষু
শিবির",শীতার্ত সহায়তা,হার্টিকালচার, বই মেলা এ এক অনন্য মাইলফলক।
তরুণ,বয়োবৃদ্ধ,শ্রমজীবী,সর্বোপরি প্রজন্মান্তরে সম্প্রীতির সুকঠিন এই দায়িত্বের ভেলা অবলীলায় সম্মুখপানে ধাবমান রাখা?প্রশান্তির।আন্তঃপ্রাজন্মিক সংগঠন সৃষ্টি স্বর্নপল্লীর শায়িত মরহুমীনদের উন্মুক্ত দো'হাতের ফসল।মুনিবের বাছাইকৃত নন্দিত এই সবুজ পথ তৈরী করুক অগণন সৃষ্টির।বিধাতার সমীপে সতত প্রার্থনা।।
Make sure you enter the(*)required information