স্রোত বিহীন নদী যেমন থমকে যায়, প্রবাহমান হয়না একদিন মরা নদীতে রুপ নেয়। তেমনি সঠিক গবেষনা ও সংরক্ষণ ব্যতীত যে কোন এলাকার ইতিহাস ঐতিহ্য হারিয়ে যেতে পারে কিংবা সেই এলাকার ইতিহাস হবে অসত্যে অপরিপূর্ণ তথ্য ভরা ভুল ইতিহাস। আসুন সবাই একত্রে যার যার অবস্থান থেকে কাজ করি চুনতি গ্রামের সঠিক ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি, লোক-সাহিত্যা, ধর্মীয় চেতনা ইত্যাদি নিয়ে গবেষনা,সংগ্রহ, সংরক্ষণ-প্রচার ও প্রকাশনাসহ চুনতির আগামি প্রজন্মের সৃজনশীলতার উন্মেষ ও বিকাশের উদ্যেগ গ্রহন করি। এ উদ্যেগে নিজে সামিল হই এবং অন্যকে অংশগ্রহনের অনুরোধ জানায়। চুনতি গ্রামের সঠিক ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে এবং আগামি প্রজন্মের জন্য একটা বাতিঘর তথা চুনতি গ্রামে প্রস্তাবিত লাইব্রেরি “চুনতি পাবলিক লাইব্রেরি” প্রতিষ্টায় সদস্য হতে আগ্রহীগণের নাম লিপিবদ্ধকরণ এবং সবাইকে সহযোগীতা ও পরামর্শদেওয়ার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মানুষে কে পৃথিবীতে ভালো ভাবে জীবন যাপন করতে হলে পড়তে এবং লিখতে জানতে হবে। সাক্ষরতা মানুষের মৌলিক অধিকার এবং জ্ঞান অর্জনের জন্য তথা সর্বস্তরের শিক্ষার ভিত্তি। প্রতিবছর ৮ সেপ্টেম্বর সারাবিশ্বে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালিত হয়। রোটারি ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে সেপ্টেম্বর মাসটি "মৌলিক শিক্ষা ও সাক্ষরতা" মাস হিসেবে পালন করে এবং এই অনুযায়ী কাজ করে। "মৌলিক শিক্ষা ও সাক্ষরতা" রোটারির ছয়টি কাজের অঞ্চলের অন্যতম একটি। আমরা সবাই জানি দারিদ্র্য নিরসন, সুস্বাস্থ্য,অনুপ্রানিত সমাজ বা জনসাধারণ এবং অর্থনৈতিক উন্নয়ন,এবং শান্তি বিকাশের জন্য মৌলিক শিক্ষা এবং সাক্ষরতা অপরিহার্য। রোটারির ইন্টারন্যাশনাল প্রাথমিক শিক্ষা ও সাক্ষরতার সমর্থন, শিক্ষায় লিঙ্গ বৈষম্য কমানোর জন্য এবং বয়স্ক সাক্ষরতা বৃদ্ধির জন্য সামাজিকভাবে কাজ করছে, রোটারী ফাউন্ডেশন ও রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গ্রান্ট তহবিল এর আর্থিক সহায়তায় রোটারি ক্লাব অফ চিটাগাং পোর্ট সিটি ২০১৭-২০১৮ রোটারি বছরে চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে "চুনতি পাবলিক লাইব্রেরি" স্থাপন করেছে এবং এটাকে কেন্দ্র করে চুনতিডটকম ও প্রিয় চুনতি ফোরাম এর সার্বিক সহযোগিতায় আগামীতে চুনতি গ্রামকে নিরক্ষর মুক্ত করার বাস্তব পদক্ষেপ নেয়া হয়েছে। বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গণ সবাই যৌথভাবে নিজ নিজ প্রতিষ্ঠানে কমপক্ষে একটি নৈশ বিদ্যালয়, লাইব্রেরি এবং গণশিক্ষা কেন্দ্র পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান এবং খাতা কলম শিক্ষা সামগ্রী ও বই উপহার হিসেবে দিলে স্থানীয় জনগণ বা বিদ্যালয়ের শিক্ষক গণ এই ধরনের কেন্দ্র সহজে পরিচালনা করতে পারবে এবং নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দ্রুত সফলতা পাবে।
Make sure you enter the(*)required information