শেষ বিকেলের মোলায়েম রোদে রাস্তার পাশে টং দোকানের কাপ পরিষ্কার এককাপ রং চা সাথে আছে সব প্রিয় বন্ধু কিংবা আপনার পরিবারের সকল সদস্য, শুধু চা পান নয় এখানে বিরাজ করে অন্য রকম একটা পরিবেশ, নিখাদ আনন্দ ও স্বর্গীয় অনুভূতি, তেমনি পরিবেশে বই পড়তে যদি হয় আমি মনে করি ইন্টারনেট এ বই পড়ার চেয়ে এক চিলতে বারান্দায় কিংবা আপনার ঘরের এককোনায় রাখা সেই রিডিং টেবিলে বসে নিরিবিলিতে বসে সুন্দর মলাট বাঁধা বই পড়লে আপনি পাঠক হিসেবে সেই অনুরূপ টং দোকানের চা পানের অন্য রকম পরিবেশ নিখাদ আনন্দ ও স্বর্গীয় অনুভূতি পাবেন। উন্নত বিশ্ব অধ্যয়ন করে বলেই জানে, জানে বলেই তাদের মধ্যে গবেষণার আগ্রহ তৈরি হয়, সেই গবেষণা থেকেই বেরিয়ে আসে নতুন আবিষ্কার। বই শিশু, কিশোর ও তরুণদের কল্পনাশক্তি গঠন করতে ভূমিকা রাখে । এ কারণে অল্প বয়সেই বেশি করে নানান লেখকের বই পড়তে দেওয়া উচিত। বই মানুষের কল্পনাশক্তি বৃদ্ধি করে। ফলে বই মস্তিষ্কের বিকাশে ভূমিকা রাখে।পৃথিবী অনেক দূর এগিয়ে আছে আমাদের আগামী প্রজন্মকে আরও বেশি বেশি জানতে হবে যাতে তারা হতে পারে উদ্ভাবনী শক্তির অধিকারী, নতুন উদ্ভাবনের মাধ্যমে সে অন্যকে দেখাতে পারে পথ, গড়বে আগামী দিনের নিরাপদ সড়ক আর আমাদের আগামী নিরাপদ আলোকিত আধুনিক বাংলাদেশ ।
Make sure you enter the(*)required information