চুনতির সেই লিচু বাগান
একটা সময় ছিল ডেপুটিবাড়ির উত্তর পাশ অর্থাৎ বর্তমান মসজিদে বাইতুল্লাহ ও সিরাতুন্নবী (স:) এর বিশাল মাঠে শত শত লিচু গাছ নিয়ে লিচু বাগান ছিল।যেখানে ঘিরে চুনতিয়ানদের অনেক স্মৃতি জড়িয়ে আছে।আমাদের এবং আমাদের অনেক মুরব্বিদের শৈশব কৈশোর বিজড়িত সেই লিচু বাগান বাগানে অনেকের সারাদিন কেটেছে , বিশেষ করে চুনতি হাকিমিয়া আলিয়া (এম এ ) মাদ্রাসা ও চুনতি উচ্চ বিদ্যালয়ের যারা ছাত্র ছাত্রী সবার এই লিচু বাগান ঘিরে অনেক আনন্দকর ও মনোরম স্মৃতি রয়েছে।কারো বিয়েসাদির সময় বাঁশ ও এই লিচু বাগানের গাছের পাতা দিয়ে গেইট তৈরী করা হতো। গাছে গাছেও থোকায় থোকায় পাকা লিচু ছিল।চুনতির সেই লিচু বাগান এর ছবি কি কারো কাছে আছে ? হয়তু সবার মনে শুধু স্মৃতি হয়ে আছে সেই রাঙা পাকা লিচু থোকায় থোকায় ভরা সবুজ পাতায় মুড়ানো সেই বিশাল বাগানটি।সবাইকে আমার সশ্রদ্ধা সালাম ও শুভেচ্ছা।
Make sure you enter the(*)required information