ভাবনায় ভিন্নতা।
আমার ভাবনায় ছিলো খোলা জানালার পাশে সিট পাওয়া আনন্দ প্রাণ?
আর তোমার আনন্দ কিনা ভিন্ন আলীশান বাড়ি আর অঢেল টাকায়,
আমার ভাবনায় বৃষ্টি অবগাহণে সবুজের খোজেঁ ঘুরাফিরা জীবনের গান ।
আর তোমার ভাবনা দামী গাড়ি ও পাচঁ তারাকা হোটেলের বারান্দায় ?
আর ভাবনায় ছিলো ভালোবাসা ভরা সারাদিনমান দু বেলা ডাল ভাত
আর তোমার ভাবনা পৃথিবীর বড় বড় শহরে ঘুরবে কাটাবে দিন রাত ।
আমার ভাবনায় তোমার সাথে প্রিয় গ্রামের ঝিলের ধারে ঘুরবো আজ,
আর তোমার ভাবনায় শহরের বড়ো মার্কেট আর এটিএম কার্ড কয়টি ।
সুখের পাহাড় বাঁধবো এবার পড়াবো তোমায় রঙিন ফুলের তাজ।
আর তোমার ভাবনায় দামী স্বর্ণালংকার আর ডায়মন্ড হিরের আংটি ।
Make sure you enter the(*)required information