বয়স
ছাইফুল হুদা ছিদ্দিকী
সময় ঘড়ি চলছে অবিরত।
দেখলাম নিজের ব্যালেন্স,
দিনমান হিসেবে জমানো!
ছিয়াশি হাজার চারশত।
সকাল বিকাল সারা দিন
পুরো হিসাব থেকে আজকে,
সব খরচ করতে হবে
দেয়া যাবেনা কাউকে ঋন।
দিন মাস বৎসর হয়
শিশু কিশোর যুবক বৃদ্ধ,
ফুরিয়ে আসছে সময় দ্রুত
এগিয়ে জীবনের শেষ সময়।
Make sure you enter the(*)required information