রোটারি আন্দোলন মানব কল্যাণে উজ্জল দৃষ্টান্ত
লেখক : সংগঠক ও প্রাবন্ধিক ছাইফুল হুদা সিদ্দিকী, সভাপতি (২০১৭-২০১৮), রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি , আরআইডি ৩২৮২ ,বাংলাদেশ.
থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তন দর্শকে কানায় কানায় পূর্ণ । সারাদেশ থেকে আগত মানবতার সেবায় নিয়োজিত সবাই ।সমাজের নানান পেশার রোটারিয়ান । আছেন তারুণ্যের অহংকার সফল ও সার্থক পিডিআরআর ২০১৭-২০১৮ রোটারি জেলা ৩২৮২ গভর্নর রোটারিয়ান প্রফেসর ড. তৈয়ব চৌধুরী ও ফার্স্ট লেডি ফারজানা হক রুপসা সাথে উনাদের কণ্যা রুয়েদা বিনতে চৌধুরী ও ছেলে মুহাম্মদ তাজবিক চৌধুরী মঞ্চে দাড়িয়ে । ড. তৈয়ব চৌধুরী দুজনকে মঞ্চে ডাকলেন আর সব আলো নিভিয়ে নীরবতা পালন করতে বললেন । আলোয় জ্বালিয়ে দিলেন পাশের দুজনের হাতে থাকা মোমবাতিতে এরপর একে একে সব মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো । পিন পতন নীরবতায়, ফার্স্ট লেডি ফারজানা হক রুপসা সুরেলা ধ্বনিতে গাইলেন "আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা।" অন্যরকম এক আলোকিত পরিবেশ নেমে আসলো চারিদিকে । সবার হাতে সারি সারি মোমবাতির আলোয় আলোকিত পুরো থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম এর হলঘর । গানের মধুর রেশ শেষ হলো তৈয়ব চৌধুরী বললেন আমাদের স্বপ্ন এভাবে পাশে থেকে হাতে হাত রেখে এ সমাজকে জ্ঞানের আলোয়, মানবতার আলোয় আলোকিত করা , সু চিকিৎসা , নিরাপদ মাতৃত্ত্ব , প্রকৃতি রক্ষায় বৃক্ষ রোপন ও রক্ষনাবেক্ষন, স্বল্পমূল্য গৃহনির্মাণ,স্যানিটারি টয়লেট, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানীয় জল, স্বাক্ষরতা ও শিক্ষা, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী রোটারি কর্মকাণ্ডের সাথে সাথে রোটারি অঙ্গনে স্বনামধন্য রোটারি জেলা ৩২৮২ বাংলাদেশ এ আজ আলোর মশাল জ্বালিয়ে আমাদের যাত্রা শুরু হলো। ব্যবসায়িক ও পেশাদার ব্যাক্তিদের নিয়ে গড়ে উঠা বিশ্বব্যাপী সেবামূলক সংগঠন রোটারি ইণ্টান্যাশনাল বিশ্বের অন্যতম প্রাচীন সেবাধর্মী প্রতিষ্ঠান যা শিকাগোর মার্কিন আ্যাটর্নি স্যার পল পারসিভাল হ্যারিস ১৯০৫ সালে প্রতিষ্ঠা করেন।সেবার সৎ ইচ্ছা,বন্ধুত্বের মাধ্যমে সামাজিক সম্প্রীতি, ব্যবসা-সম্প্রসারণ,শিক্ষা এবং অজানাকে জানা,ভোজন ভ্রমন ও আনন্দ আর সর্বোপরি নেতৃত্বের গুনাবলীর বিকাশ সহ নানান দিক নিয়ে রোটারী।শান্তি ও বিরোধ নিবারণের দৃঢ় সংকল্প, মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য, রোগ ব্যাধি নিয়ন্ত্রন ও চিকিৎসা, প্রাথমিক শিক্ষা ও স্বাক্ষর জ্ঞান, পানি ও স্বাস্থ্য ব্যবস্থা,পরিবেশ উন্নয়ন,অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এই নিয়ে রোটারি আন্দোলন।রোটারি একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অলাভজনক এবং সেবাধর্মী সংগঠন। এটা কি 'সত্যি', এটা কি সকলের জন্যে 'ন্যায়সঙ্গত' এটা কি 'সুনাম ও বন্ধুত্ব' সুদৃঢ় করবে ও এটা কি সকলের জন্যে 'কল্যাণকর'-এই চারটি মুখ্য বিষয়ের ওপর বিশ্বাস রেখে রোটারিয়ানরা মানবসেবায় নিয়োজিত হন ।এ বছর রোটারির প্রতিপাদ্য হলো ("Rotary : Making A Difference" ) "রোটারি ভিন্ন রকম কিছু করে" এবং বাস্তবেও নতুন বৎসর শুরু হয়েছে রোটারি জেলা ৩২৮২ এর আওতাধীন ছয়টি জোনে প্রকৃতি রক্ষায় বৃক্ষ রোপণ এবং সব রেল স্টেশন এ সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা এবং নাস্তা বিতরণ এর মাধ্যমে। আমাদের এবারের সমাজে শান্তি প্রতিষ্ঠা, শিশুস্বাস্থ্যসেবা ও মাতৃসেবা, স্যানিটেশন, নিরাপদ পানীয় জল, লিটারেসি সাক্ষরতা ও শিক্ষা এবং অর্থনীতির উন্নয়ন—এই ক্ষেত্রগুলো সামনে রেখে আগামী দিনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে ১৫০টি শৌচাগার স্থাপন, ১২০টি সাক্ষরতা কেন্দ্রে ৫ হাজার মানুষকে সাক্ষর জ্ঞান সম্পন্ন করা, ৫০টি গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সুপেয় ও নিরাপদ পানীয় জল সরবরাহ, বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া, ১ লাখ বৃক্ষ রোপণ করা , সুবিধা বঞ্চিতদের জন্য গৃহ নির্মাণ ও বিনামূল্যে খাদ্য দ্রব্যদি প্রদান ইত্যাদি । রোটারির যুব সংগঠন রোটার্যাক্ট যা রোটারি ইন্টারন্যাশনাল এর যুবকদের প্রোগ্রাম যেটি ১৯৬৮ সালে এর কার্যক্রম শুরু করেছে এর মাধ্যমে দেশের উন্নয়নে তারণ্যের শক্তিকে যথাযথ কাজে লাগাতে হবে । তরুণ এবং যুবকরা আমাদের উন্নয়নের চালিকা শক্তি । উন্নয়নগুলো ধরে রেখে তারুণ্যের শক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে দেশ ও জাতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ।দেশের ইতিহাস-ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে তারুণ্যের ভূমিকা অপরিসীম । রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির এবারের সভাপতি হিসেবে আমরা এ বৎসর জেলার নির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী সকল মানবিক কাজ গুলো সূচারুরুপে সমাপ্ত করার জন্য কার্যক্রম শুরু করেছি. ইতিমধ্যে একটি এতিম খানায় নতুন কাপড় বিতরণ এবং রাতের খাবার প্রদান আরও দুটো এতিম খানায় আর্থিক সহযোগিতা, চুনতি উচ্চ বিদ্যালয়ের দুজন মেধাবী প্রাক্তন ছাত্র/ছাত্রী কে এককালীন আর্থিক অনুদান প্রদান করেছি ও কিডনি ফাউন্ডেশন এর জন্য আর্থিক সহযোগিতা ও চারজন দুরারোগ্য রুগির জন্য চিকিৎসা খরছ দেওয়া হয় । চুনতি নলবনিয়া দারুল উলুম মাদ্রাসায় স্যানিটেশন প্রকল্পের আওতায় দুটো শৌচাগার নির্মাণ এর কাজ ইতিমধ্যে শুরু করেছি. এ ছাড়াও বৃক্ষ রোপন ও রক্ষনাবেক্ষন , বিনা মূল্যে চোখের ছানি অপারেশন , রক্তদান কর্মসূচি ,শিশু ও মায়েদের স্বাস্থা সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থা রক্ষায় বিনা মুল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান , সাক্ষরতা ও শিক্ষার প্রসারে কাজ করবো । ক্লাবের অভিজ্ঞ সদস্যগণের সঠিক দিক নির্দেশনা ও সবার আন্তরিক সহযোগিতাই আমাদের নিৰ্দিষ্ট লক্ষ্য অর্জন সহজ এবং সম্ভব হবে । রোটারি আন্দোলনের শত বৎসরের অধিক বছর ধরে মানব কল্যাণে উজ্জল দৃষ্টান্ত। বিশ্বের এই প্রাচীনতম সেবা সংস্থাটি শতাব্দীকাল ধরে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের নিরীহ, নিপীড়িত, পিছিয়ে পড়া জনগোষ্ঠী রোটারির সেবায় সমৃদ্ধ হয়েছে। বাংলাদেশে রোটারির সেবা ও সমাজকে নিয়ে তাদের কল্যানমূলক কাজসমূহ অবশ্যই প্রশংসার দাবি রাখে । বিশ্বকে পোলিওমুক্ত করা সহ সুন্দর সমাজ বিনির্মাণে সৎ ও নীতিবান মানুষ গড়তে রোটারি অগ্রণী ভূমিকা পালন করছে। । আসুন রোটারি কার্যক্রম সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে সমাজের সচেতন ভালো মনের মানুষগুলো সবাই একযোগে কাজ করি।
Make sure you enter the(*)required information