বিহঙ্গ ভাবনাসানজিদা রহমান
জীবনবোধ হল ব্যক্তির দৃষ্টিভঙ্গি! তা'কে বুঝতে হলে জানা চাই তার নির্যাস। আমরা স্থুল দৃষ্টিতে যা দেখি, চারপাশে যা শুনি তা দিয়েই নিজেকে গড়ে নেবার প্রয়াসে থাকি। অথচ অন্তর্দৃষ্টি একটু প্রসারিত করলেই স্পষ্ট হয়ে ওঠে জীবনের ধারণাটি। প্রতিটি জীবন ভাবনাই সুন্দর যদি তা মানব কল্যানে সচেষ্ট হয় নিদেনপক্ষে অন্যের জন্য ক্ষতিকর না হোক। এই ভাবনাগুলো সমাজ কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক অথবা ধর্মকেন্দ্রিক হতে পারে। বর্তমান ব্যবস্থায় ধর্ম যদিও নিবিড়ভাবে সমাজের সাথে সম্পৃক্ত তবে পারিবারিক ব্যবস্থায় ধর্মের অবস্থান অনেক বেশি সুন্দর, সুস্থ্য ও পালনীয় ছিলো বলেই মনে হয়। এখন সামাজিকতা, সংস্কৃতি চর্চা অথবা রাজনীতি সবখানে বকধার্মিকদের দৌরাত্ম্যে আমরা সত্যিকার অর্থেই ধর্মের মাহাত্ম্য ও সৌন্দর্য দুটোই হারিয়ে ফেলছি অনিবার্যভাবে।
আজ ভাবনারা পাখা মেলেছে অনন্তে! ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে হারানো দু্ঃখদের দুয়ারে দুয়ারে, বলছে কানে কানে, "ভালো আছো তুমি? আমি তোমাকে সাথে নিয়েই এখনো ভীষণ ভালো আছি। আমিতো অকৃতজ্ঞ নই, তাই তোমাকে আজীবন কৃতজ্ঞতায় ভালোবাসি! বেলী ফুলের মালা দাওনিতো? অথচ আজো আমি বেলী মালা ভীষণ ভালোবাসি!" আর সূর্য দেবতা তাই বারবার উদয় হয়ে জানান দেয়, শেষ বলে কিছু নেই।
Make sure you enter the(*)required information