সুখে দুঃখে ফেইসবুকেসবুজের খোঁজে প্রিয় চুনতিতেছাইফুল হুদা ছিদ্দিকী
‘সবুজের খোঁজে প্রিয় চুনতিতে’ একটি শিরোনাম। একটি অনুপ্রেরণা। সবুজ গড়ার আন্দোলন। শিক্ষা সংস্কৃতির প্রাণকেন্দ্র ও আধ্যাত্মিক ধর্মীয় ঐতিহ্যে মহিমান্বিত পীর আউলিয়ার পুণ্য ভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রাম চুনতি। নান্দনিক চুনতি ছোট ছোট পাহাড় আর টিলার পাদদেশে চট্টগ্রাম জেলার শেষ সীমানায় লোহাগাড়া উপজেলায়। সোনালী সবুজেমাখা পুরোটা মায়াময় ধানের ক্ষেত ও বড় বড় খেলার মাঠ। যতদূর চোখ যায় পুরোটাই সবুজ।এ গ্রামে আছে শতবৎসরের মা গর্জন গাছে ভরা সবুজে শ্যামল বনভূমি আর মা হাতির প্রজননস্থল বিশ্বখ্যাত চুনতি অভয়ারণ্য।সুখের বিষয় হলো এ বছর ২০২০ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষের আহ্বান, ‘লাগাই গাছ বাড়াই বন’ প্রতিপাদ্য ধারণ করে সারা দেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানান সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং রোটারি জেলা ৩২৮২ এবং ৩২৮১ এর সকল ক্লাবসমূহ প্রতি বছর নিয়মিত বৃক্ষ চারা রোপণ কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একটি দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমির প্রয়োজন। বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদ ও কৃষি উৎপাদনবৃদ্ধির জন্য গাছপালা লাগানো ও তার পরিচর্যার প্রয়োজন রয়েছে। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বাণিজ্যিকভাবে ঔষধি গাছের চাষাবাদ হলে দেশে ওষুধ শিল্পের প্রসার ঘটবে এবং কাঁচামালের আমদানি নির্ভরতা কমবে। দেশের পরিবেশের জন্য উপযুক্ত ও সঠিক বৃক্ষ রোপণ এবং খেয়াল রাখা দরকার যে, পরিবেশবিরোধী বৃক্ষ যেন রোপণ করা না হয়। বৃক্ষ রোপণের পর যতদিন পর্যন্ত মানুষ ও জীবজন্তু ওই বৃক্ষ থেকে প্রাপ্ত ফল ভোগ করবে, ছায়া পাবে, ততদিন পর্যন্ত রোপণকারীর আমলনামায় সদকায়ে জারিয়ার সওয়াব যুক্ত হবে। ত্রিশ লক্ষ শহীদের লাল সবুজের স্বাধীনদেশ বাংলাদেশ সবার প্রচেষ্টাই সবুজে ভরে উঠুক। প্রিয় দেশের প্রতিটি অঞ্চল গ্রাম, শহর ও বাড়ির ছাদ সড়কের আশে-পাশ, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পাঞ্চলসহ সকল আনাচে কানাচে সবুজে ভরে উঠুক। সবুজের সমারোহ হোক মায়াময় অলঙ্করণ।
Source: https://dainikazadi.net/%e0%a6%b8%e0%a6%ac%e0%a7%81%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%bf/
দৈনিক আজাদীতে প্রকাশিত ২৯-০৮-২০২০
Make sure you enter the(*)required information