প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি বন। এটি চুনতি অভয়ারণ্য নামেও সর্বাদিক পরিচিত। বনের সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষা ও বিপন্ন বন্যপ্রানী সংরক্ষনের জন্য এটি সংরক্ষিত বনের ৭,৭৬৪ একর জায়গা নিয়ে ১৯৮৬ সালে এর যাত্রা শুরু করে। এই বনের ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগণের সম্পৃক্ততায় এখানে সহ-ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে বন্য এশীয় হাতির যাতায়াতের একটি বারান্দা বা করিডোর হিসেবে এই অভয়ারণ্যের গুরুত্ব অপরিসীম। এছাড়াও এই অভয়ারণ্য বাংলাদেশের অন্যতম হাতির প্রজনন কেন্দ্র। নরম মাটি, ঝরনা আর ভূগর্ভস্থ পানিপ্রবাহের কারণে বনটি এশিয়ান হাতির প্রজননক্ষেত্র হিসেবে ব্যবহূত হয়।
পূর্বে এই বনে ১৭৮ প্রজাতির জীবজন্তু ও পাখি দেখা যেতো, যার মধ্যে রয়েছে ৬ প্রজাতির উভচর, ৮ প্রজাতির সরীসৃপ, ১৩৭ প্রজাতির পাখি এবং ২৭ প্রজাতির স্তন্যপায়ী। তবে এদের একটি বড় অংশ বর্তমানে আশঙ্কাজনক হারে কমে গেছে, বেশ কিছু প্রজাতি একেবারেই বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্তির পথে। জীবজন্তুর মধ্যে ২ প্রজাতির উভচর, ২ প্রজাতির সরীসৃপ, ২ প্রজাতির স্তন্যপায়ী এবং প্রায় ১১ ধরনের পাখি বর্তমানে বেশি দেখতে পাওয়া যায়। বন্য প্রানীর মধ্যে উল্লেখযোগ্য হলো: হাতি, বানর, কয়েক ধরনের বিড়াল, দেশি বন শুকর, হনুমান প্রভৃতি এবং পাখির মধ্যে আছে: কাঠঠোকরা, ছোট বসন্তবৌরি, বনস্পতি, কানাকুয়া, আবাবিল, তিলা ঘুঘু, ফিঙে, বনময়না, ভাত শালিক প্রভৃতি। এছাড়াও বেশ কিছু জলজ প্রানীও এই বনে পাওয়া যায়।
Make sure you enter the(*)required information