শীত ও আমার শৈশবজীবন থেকে হারিয়ে খুঁজে ফিরি এখন গেলো আনন্দের সেই দিন কই সব ? শীত সে তো খুব ভোরে মা - ই শুধু ঘুম থেকে জাগতো বৃষ্টির মত টাপুর টুপুর কুয়াশা যখন থামতো তখন হয়তো খেজুর রস আর ভাপা পিঠার লোভ দেখিয়ে ঘুম থেকে ডাকতো ।শীত সে তো নানান ফুলে বাগান ভরে থাকতো,হরেক রকম গাঁদা ফুল ফুটতো । হারিয়ে খুঁজে ফিরি শৈশবের শীত তাকে কি আর খুঁজে আনতে পারি ?সে যে আমার ছোট বেলার মিষ্টি রোদের ছড়া,সে যে আমার দুপুর বেলা মন কেমন করা ।শীত সে তো,দূর পাহাড়ে সবাই মিলে বনভোজনে চাল ডাল সংগ্রহ করে যেতাম আনন্দ ভ্রমণে।সূর্যি মামা ডোবার আগে আসতে হবে ফিরে কথা দিতাম আপন জনে ।হারিয়ে খুঁজে ফিরি শীতের কুয়াশামাখা ভোরের সোনালী সেই ছোটবেলার দিনগুলি। শীত সে তো নতুন চালের নানান পিঠা পায়েস আর পুলি মায়ের হাতের সেইসব এখন ভীষণ মিস করি ।
Make sure you enter the(*)required information