ধনো ধান্যে পুষ্পে ভরা প্রিয় জন্মভূমি পূণ্যভূমি প্রিয় " চুনতি" তুমিই সতেজ সবুজ ছায়াঘেরা গ্রাম পৃথিবী সেরা।জন্ম তোমার কোলে , শৈশব কৈশোর যৌবন, কেটে গেলো প্রায় জীবনের অনেকটা বেলা।।তোমায় যেন কখনো না করি অযত্ম অবজ্ঞা অবহেলা। যত দূরেই থাকিনা কেন ভাবতে পারিনা কখনো তোমায় ছাড়া সারা বেলা অবেলা। সৃষ্টিকর্তার কাছে একান্ত চাওয়া যে মাটিতে জন্মেছি সে মাটিই যেনো নসিবে থাকে জীবনের শেষ বেলা।তোমার বুকে কেটেছে শৈশব, কৈশোর ,যৌবন আমার দূরন্তপনা জীবন থেকে হারিয়ে যাওয়া অনাবিল আনন্দের ছোট বেলা।। এসেছি হয়ে ক্ষনিকের অতিথি ,যেটুকু সময় থাকি বাঁচি পৃথিবী আজীবন দেখতে চাই তুমি অনেক ভালো থেক প্রিয় জন্মভূমি প্রিয়" চুনতি" ।ভালোবাসি তোমায় অতি।বুকে নিয়ে বাঁচতে চাই তোমার অজস্র শ্মৃতি মুহূর্ত দিনপ্রতি।।তুমি যে স্রষ্টার অপরূপ সুন্দর সৃষ্টি। যেথা আছে দুশো বছরের ও বেশি সময় আগের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ,অসংখ্য পীর আউলিয়া কীর্তিমান উজ্জ্বল আলোকিত নক্ষত্র কৃতি সন্তান।এতো এতো রূপ ধারণ ও লালনে করেছেন তোমায় মহান আল্লাহ দান বিমোহিত হয়ে যায় করি শোকর গুজার তোমার রূপসুধা পান।
Make sure you enter the(*)required information