বর্ষা বলে, আমার যে আরো কিছু দিন থাকতে চাইছে মন!শরত বলে তখন, বেশতো আমি না হয় আসি পর আরো কিছু দিন ? অমনি বর্ষা শরতকে কহে , আসলেই খুব সুন্দর এই রঙিন ভুবন।আসলেই আর ফিরে যেতে চায় না মন।জানি আমার যাওয়ার পরেই তোমার হবে আগমন।। শরত কহে তখন, শিশির ভেজা ভোরের প্রথম আলোতে আমার স্পর্শে মানব প্রকৃতির ছোঁয়া লাগে যখন ,মনটা ভালো হয়ে যায় আমার ভীষণ।।এই বুঝি বন্যা দুর্গত প্রকৃতি পেল চরম ভোগান্তি থেকে পরিত্রাণ।তবে তোমার আর আমার কারোর ই নেই তাতে হাত!প্রকৃতির চিরাচরিত নিয়মেই আসি যে যার।। যখন যা ইচ্ছা সব কিছুই তো হাতে উপরওয়ালার।কেউ নয় পাত্র মোরা অবহেলার।প্রকৃতি যখন অনুভব করবে, তখনই আবার আসার ডাক পড়বে তোমার আর আমার।। বর্ষা আবার কহে শরতকে, মনে কি পড়ে ? ভাসাতো আমার জলে কাগজের নৌকা, কলা গাছের ভেলা , মোচার খোসা সত্যিকারের নৌকা বলে।বিন্নি ধানের খই ভাজা, কুড়মুড়ে কতো কি বীচি একটু বৃষ্টি হলে।।মনের আনন্দের ছলে খায় সবাই মিলে ছলছল শব্দে দেখে জলকেলি খাল বিলের জলে।। শরত কহে আবার বর্ষারে, আর যে পারিনে থাকতে অপেক্ষা করে ,এবার আমি আসতে পারি সম্মানে তুমি বিদায় নিলে।।এসো হে বর্ষা আবার তখন ! প্রকৃতি যখন পুড়বে খরা রৌদ্রে।।এভাবেই সুসম্পর্ক বজায় রাখি তুমি আর আমি মিলে। প্রকৃতি যে ঋতু বদলে বিভোর থাকে স্বপ্নে।।মেতে ওঠে একেক ঋতুতে একেক রকম আনন্দে।আমরা ও না হয় অংশীদার হই তাদের সনে।এভাবেই চলে বর্ষা ও শরতের কথোপকথনে , তারা অপেক্ষায় থাকে নিজেদের আগমনে।বেশ ভালো সুসম্পর্ক বজায় থাকে মধ্যে তাদের দুজনে।।
Make sure you enter the(*)required information