আমাদের পুরনো বাড়িটি এখন শুধুই স্মৃতি।আলহামদুলিল্লাহ।মাটি ও টিনের চালার বদৌলতে এখন সে বাড়ি পুরাটাই পুড়া মাটি।তথা সারি সারি লাল ইটের ঘাঁটি।সাক্ষী আমি ও কম নয় কি? তুফান সেতো নিজ চোখে দেখেছি। ম্যা----লা হয়েছিলো সেদিন ক্ষতি । আমাদের পুরনো বাড়ীটি। মাঝরাতে হঠাৎ হুইসেলের আওয়াজ। কানে ভেসে আসলো যেনো কেয়ামতের আভাস। ইসরাফিল বুঝি সিঙ্গায় ফুঁক দিলেন হঠাৎ। বয়সই বা কতো ! হয়তো বুঝি কিছু কিছু আলতো।টিনের চালাটা ওড়ে গিয়ে পড়লো পুকুরে। বিকট আওয়াজ দিয়ে সজোরে।ভয়ে তরো তরো কাঁপছি ছোট বোনোটাকে নিয়ে কোলে। ছিলো যে ,সে আমার কাছে বড়ো আদুরে। আশ্রয় নিয়েছিলাম শেষমেষ সবাই শন্ চালের রান্নাঘরে।সেদিন বাবা ছিলেন বরাবরের মতো শহরে। আজো সব খুব ভালো করে মনে পড়ে। ভয়াল ঊনএিশ আসলে এখনো আঁখি পল্লবে জল ঝরে।প্রাকৃতিক বিপর্যয়ে , পৃথিবীর অনেক কিছু সেদিন গিয়েছিলো ক্ষয়ে। শুনেছি ঝড় বয়ে গিয়েছিল জুড়ে এলাকা উপকূলে।কালবৈশাখীর তান্ডবে গাছ গাছালি ও অনেক উপড়ে পড়ে।প্রাণহানি হয়েছিলো প্রায় লক্ষাধিক মানুষের দেশের বিভিন্ন উপকূলে। ঠিক যেমন আজ আছি ভাইরাস করোনার ভয়ে। সেদিন হয়তো আর নয় বেশি দূরে ।তখনো এসেছিলো বিপর্যয়ের পর মানবতার জয়।আজো ভয়াল রাএির স্বরণে ,মহান আল্লাহর দরবারে আকুতি জানাই নিশ্চয় তাঁর বান্দাদের জন্যে তিনি থাকবেন সদয়।আমাদের পুরনো বাড়িটি এখন শুধুই স্মৃতি।বিধাতার কাছে রোজ করি মিনতি ।করোনা বিপর্যয় কাটিয়ে নতুন রূপে ফিরে পাক পৃথিবী তার সতেজ সবুজ প্রকৃতি। বিপর্যয় কাটিয়ে সেদিনের সেই পুরনো বাড়িটি আজ যেমন নতুন রূপে ধারণ করেছে অপরূপ সুন্দর আকৃতি।করোনা কাটিয়ে ও ইনশাআল্লাহ সবুজ সতেজ প্রকৃতি উপহার পাবে পৃথিবী। ভয়াল ঊনত্রিশ এপ্রিল বিপর্যয় কাটিয়ে প্রকৃতি যেমন ফিরে পেয়েছিলো নতুন গতি, ঠিক তেমনটি।
Make sure you enter the(*)required information