হালকা গাছের পাতা দোলোনি হাওয়া অবশেষে স্বস্তি ।এলো বহুল প্রতীক্ষিত বৃষ্টি।।কিছুটা ভাব ঠান্ডা মিষ্টি মিষ্টি।অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা তোমার প্রতি।।প্রচন্ড গরমে তুমি যে আমাদের মধ্যেবিত্তের এসি। ওহে বৃষ্টি! যেওনা তুমি থাকো দিন আরো কটি। রৌদ্রের খরতাপে অসহনীয় গরমে ছিলেম অতিষ্ঠ প্রাণীজগত ও প্রকৃতি।।তুমি মহান আল্লাহর অপূর্ব সুন্দর সৃষ্টি ঝুম ঝুম বৃষ্টি।গাছ গাছালি পাক পাখালি পুরো পৃথিবী শুধু তোমার দিকে তাকিয়ে থাকে অপলক দৃষ্টি।।কখন আহরণ করবে প্রাণী জগত ও রুক্ষ প্রকৃতি, তোমার নির্মল বিশুদ্ধ পানির ফোঁটা প্রতিটি।।মহান আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন রহমত স্বরুপ তাঁর বান্দার প্রতি। তুমি ও অকাতরে বিলিয়ে দাও এ যে আবহমান কাল ধরে চলে আসছে সৃষ্টি যখন থেকে পৃথিবী।।ষড়ঋতুর চিরায়ত রূপে বারে বারে ফিরে এ যে বাংলার কৃষ্টি, এসো সাথে করে তুমি মিষ্টি হাওয়া নিয়ে ঝুম ঝুম বৃষ্টি।।
Make sure you enter the(*)required information