অপার সৌন্দর্যৈর রাবার ড্যাম ভ্রমনে কিছুটা সময়।কেটেছে বেশ আনন্দময়।"প্রিয় চুনতি"আমাকে খুঁজো নাই এতো দিন।তাই আমি ও ছিলেম অন্তরীণ।।তোমার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের কাছে আমার যে জমে আছে অজশ্র ঋণ। তুমি একেক দিকে একেক রূপে সাজো নতুন করে প্রতিদিন।।বাংলার রূপ আমি দেখিনি কখনো সুন্দর এমনো ,পৃথিবীর অন্য প্রান্তে কোনো। রাস্তার দুই ধার সবুজের সমাহার ।যতদূর দেখা যায় লাল মাটির পাহাড়।। তার সাথে প্রকৃতির বিশাল নীল আকাশ উপহার। মন চায় তোমার অপরূপ সৌন্দর্য উপভোগ করি বার বার।।তুমি যে আমার "প্রিয় চুনতি "মিশে আছো অস্বিত্বে যেখানেই থাকি মুহূর্ত প্রতি ।শেষ নিঃশ্বাস ত্যাগ এর পরে ও ছোঁয়া পাই যেন তোমার নরম কোমল মাটি।।
Make sure you enter the(*)required information