অপার সৌন্দর্যের লীলাভূমি তুমি ।প্রিয় " চুনতি" প্রিয় জন্মভূমি ।।একেক বার একেক রূপে তোমায় দেখি । আর মুগ্ধ নয়নে তাকিয়ে থাকি।। তোমার রূপ ধারণের কলাকৌশল একেক বার একেক রকম প্রকৃতি। পুরনো রূপে তোমায় যে, দ্ধিতীয় বার কখনো না দেখি।। তুমি দেখতে কেন এতো মিষ্টি ? মায়াময় ছায়াঢাকা সতেজ সবুজ প্রকৃতি।।তোমার রয়েছে ইতিহাস ঐতিহ্যে ও কয়েক শতাব্দীর কৃষ্টি।তুমি যে বিধাতার অপরূপ সুন্দর সৃষ্টি।।তোমার সমকক্ষ খুঁজে পাওয়া যাবে না হয়তো আর একটি , অন্য কোন প্রান্তে এই পৃথিবী।। ভ্রাত্বিত্ত্বের বন্ধন সব জাতির সহাবস্থান সবাই মিলে ঈদ উদযাপন পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে কি? তুমি বেঁচে থেক সবার হৃদয়ে যুগ যুগ ধরে মাথা উঁচু করে, রবে যতোদিন নশ্বর পৃথিবী।। তোমার বুকে দিও ঠাঁই ।মহান রবের ডাকে পৃথিবীর চিরাচরিত নিয়মে কখনো ছেড়ে যদি চলে যাই।। যেথায় চিরনিদ্রায় শায়িত আছেন অসংখ্য উজ্জ্বল আলোকিত নক্ষত্র ও পীর আউলিয়া জন্মভূমি পূণ্যভূমির শীতল পরশ মাটির বিছানায়।।
Make sure you enter the(*)required information