এমন হলে কেমন হতো?যদি জীবন থেকে হারিয়ে যাওয়া দিনগুলি সব আবার ফিরে পাওয়া যেতো।ছিলাম কতো ভালো, না চাইতেই পেয়ে যেতামমা বাবার আদর স্নেহ নিঃস্বার্থ।।পূরণ হতো অনায়াসে মনের ইচ্ছে আছে যতো।মা বাবার আপ্রাণ চেষ্টা থাকতো ,পূরণ করতে সন্তানদের চাহিদা মতো।হারিয়ে খুঁজি ফিরি সেই ছোটবেলার সোনালী দিনগুলো।ভাই বোনের খুনসুটির পর, একটা সময় মিলে যেতাম আবার। নানান রকম বায়না ধরে কতো কতো পেতাম উপহার। বিচার কতো সপ্তাহ পর ,আসবেন যখন বাবা শহর থেকে গ্ৰামের ঘর।। দোষ খোঁজার নতুন নতুন কৌশল ,ভাই বোনে একে অপরের যেন চক্ষুশূল। এই ভালো তো এই ঝগড়া মা আমার দিতেন কতো বকা।।বাবা ছাড়া তিনি যে বাড়িতে সন্তানদের সামলাতেন তিনি হাতে একা।জীবনের প্রয়োজনে জীবিকার তাগিদে বাবার যে শহরে ব্যাচেলর থাকা।। আহা! শান্তিতে কি থাকতে দিবি না তোরা! মায়ের নিজের সাথে নিজের কথা বলা।।এ আমার একান্তই নিজের কল্পনা। ভাবতেন মা জননী, কখন বড় হবে তাঁদের ছোট্ট আদরের খুকি খোকা।। তখন থাকবে না আর কোন চিন্তা,বলতে হবে না কাউকে করো মন দিয়ে পড়াশোনা।হয়েছে তোমাদের সময় নিজের ভালো নিজে বুঝার ভাবনা।মা বাবার দোয়া থাকতো সাথে সদা।মানুষের মতোন মানুষ হবেন তাদের সন্তানরা। এই অনুপ্রেরণায় ছিল সাথী হয়ে সদা আগামীর পথচলা।। আবার ফিরে পেতে ইচ্ছে করে সেই ছোটবেলা। যার যার পড়াশোনা শেষে ভাই বোন মিলে একসাথে খাওয়া।। কার পাতে কি পড়ল ছিলনা কোন আড়িপাতা,সন্তুষ্ট চিত্তে তৃপ্তি সহকারে হতো খাওয়া।,অমৃত সব যেন মায়ের হাতের ছোঁয়ায় অসাধারণ রান্না। সপ্তাহে একদিন বেশ ভালো ও আনন্দময় কাটতো পরিবার সহ বাবা মা।। নানান ফলমূল শহুরে মোখরোচক খাবার আনতেন সাথে করে ব্যাগ ভর্তি বাবা। মনটা খুব খারাপ হয়ে যেতো ,বাবা যখন শহরের উদ্দেশ্যে রওনা দিতো।পৌঁছাতে কর্মস্থল নিজ গন্তব্যে ছেড়ে যেতে বাবার ও হয়তো অনেক কষ্ট হতো।তাঁর আদরের ছেলে মেয়ে সব যে ছোট ছোট।।মনটা খুশিতে আবার ভরে যেতো সপ্তাহ পর যখন বাড়ি ফিরত শহরের কোলাহল ছেড়েনিয়মে সেই চিরাচরিত।। ভীষণ মিস করি এখন সেই ছোটবেলার শৈশব কৈশোর দূরন্তপনা পার করা দিনগুলো। কেমন হতো যদি এমন হতো ?ফিরে পাওয়া যেতো হারিয়ে যাওয়া দিন গুলো সব আগের মতো।। এ আমার একান্তই ভাবনা কল্পনা প্রসূত। এখনকার সময়ের আনন্দ গুলো অন্য রকম অনুভুতি ও অন্যভাবে উপভোগ ,উদযাপন করা হয় হয়তো।চাইলেই সবকিছু ফিরে পাওয়া যায়না আগের মতো।হারিয়ে যাওয়া সোনালী অতীত ই যে আগামীর চলার পথের পাথেয়।বেঁচে থাকার অবলম্বন যেন অক্সিজেন বিশুদ্ধ।।খাতুন রওনক আফযা (রুনা)২৬/৪/২০২২
Make sure you enter the(*)required information