কবিতার জীবনবোধে রোমান্টিক, কল্পনায় সাজালেন কবিতার অবয়ব, শব্দে দিয়েছেন;স্বপ্নময়তা আর দীর্ঘ নির্জন রাত।রাজনীতি সমকালীন ক্লেদাক্ত জীবন প্রগতি- ধারায়জীবনচিত্র সাজা,বাঙালি মধ্যবিত্ত ও তার ভেতর বাহির স্বতঃস্ফূর্ততায় পায় বিন্যস্ত স্বর!দায়বদ্ধতা খুঁজে নেয়,সামাজিকতা,বাঙালি জাতীয়বোধ সঙ্গ সাজায় শব্দের অনুপুঙ্খে নাগরিক জীবনবোধ!সংক্ষুব্ধ কখনো সখনো আপন বিভববোধ!আমাদের প্রতিদিনের অনুষঙ্গ ,ঘরের চৌকাঠ,কড়িকাঠ, চেয়ার,টেবিল,খাটছাদের কার্নিশ, ফ্রেমের বার্নিশ, মেঝের ধুলোয় জমেছে বহুস্তরী দুঃখ সব!কাব্যে রূপময় ঐশ্বর্যবোধে আঁকা সবচিত্রপট!বাঁশি ও বাজায় গার্হস্থ্যের আসবাবে, অন্তরঙ্গময় আবেগ ও দুঃখ সাজা, ভিন্ন মাত্রা সংযোগ ঘটা কবিতার উচ্চার্য রব!চিত্রল রূপে আছে ভিন্নতা, গীতল রোমান্টিকতা ভেদ করে দেখালেন কবিতার নব বিন্যস্ত ঘর!ব্যক্তিকতা হতে সমাজমুখী, নাগরিক সংবেদনশীলতা,ষাটের সামাজিক রাজনৈতিক কষ্ট , নগর জীবনের ফুরফুরে অনুভূতিতে মেখে দিলেন মাটির ঘ্রাণময় শব্দের বিন্যস্ত রূপ!নগর জীবন, জটিলতা, মধ্যবিত্তের চিরায়ত সংকটস্বঅস্তিত্ত্বের উপলব্ধিতে রূপ পেয়ে যায় শিল্পিত চয়ন!স্বদেশমুখী স্বৈরাচারবিরোধী জঙ্গিবাদ, এসব কিছু যেন মূর্ত হয়ে ওঠে তাঁর কলমে বাক্য বুননেচরণের চাতুর্যে!ব্যর্থতা শাসকদলের যত!তাই দিয়ে ভাবনা বিলোন অবসর খুঁজেন অফুরান শব্দে শব্দে সাজান কথা আর কাব্যমালানাম তার জ্বলজ্বলে একজন নাগরিক কবিবর প্রিয় শামসুর রাহমান!১৮/৮/২০১৭
Make sure you enter the(*)required information