#ভাবনা #যদি তেল ছাড়া হয় রান্না!তবে কেন চিন্তা করতে পারিনা ?আমরা যাতায়াতের জন্য কোন বিকল্প ব্যবস্থা!যানবাহনের অপরিহার্য উপাদান পেট্রোল ডিজেল অকটেন ইত্যাদি ছাড়া। জানি কখনোই সম্ভব নয় সেটা।যেমন সব খাবার আবার যায়না খাওয়া তেল ছাড়া। শাক সবজির প্রোটিনের পরিমাণ বাড়াতে পরিমিতি তেল ব্যবহার করতে হবে বলেন, পুষ্টিবিদরা।তেমনি জ্বালানি তেল ছাড়া ও সব পরিবহন চলেনা হালকা কিছু কিছু যানবাহনে যায় শুধু চড়া।যা দিয়ে কখনো কল্পনা করা যায় না দূরপাল্লার যাওয়া আসা। জীবন জীবিকার প্রয়োজনে রিজিকের সন্ধানে যে কোন যানবাহনের উপর নির্ভরশীল হতে হয় যার যার কর্মক্ষেত্রে আসা যাওয়া। সেই আদি থেকে আজ অবধি যুগে যুগে বান্দাদের কল্যাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার মানুষকে আয়ত্ত করতে অপরিসীম জ্ঞানের অধিকারী করেছেন সৃষ্টিকর্তা।কিছু কিছু স্বার্থান্বেষী লোভী মানুষের কারণে চলে, চলছে, চলে আসছে সমাজে দেশে দেশে অরাজকতা।চলে সাধারণ মানুষের জীবন জীবিকার উপর ফায়দা লোটার চেষ্টা ও পায়তারা।যাদের শুধু চিন্তা সম্পদের পাহাড় গড়া।এক বার ও ভাবেন না তাঁরা আজ হোক কাল হোক একটা সময় তাদের ও ছাড়তে হবে সুন্দর এই পৃথিবীর মায়া।যে কোন প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করতে পারি না আসলে অসীম জ্ঞানের অধিকারী হয়ে ও সৃষ্টির সেরা জীব মানুষ জাতি আমরা। তাইতো অনেক সময় অনেক কিছুর প্রয়োজন হয় পরনির্ভরশীলতা ।সেই সুবাদে নিত্যব্যবহার্য জিনিস পত্রের মূল্য বহুগুণে বৃদ্ধি পায় যা মূলত আমদানি করা। তাই তো পার করতে হয় সময় অস্তির এক প্রতিকূলতা।।কিভাবে চলবে সাধারণ মানুষের জীবন জীবিকা ?কেটে গিয়ে সময় দুঃসহ জীবন জীবিকার অস্থিরতা।ভাবনার সময় এসেছে যদিও ভাবতে ভাবতে পাইনা কোন কূল কিনারা। এ যেন নিজের সাথে নিজের কথোপকথন কল্পকাহিনী লিখা ভাবনার সাগরে শুধুই ভাবতে থাকা।।।খাতুন রওনক আফযা ( রুনা)৬/৮/২০২২
Make sure you enter the(*)required information