দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সব চাহিদা পূরণে আমার ,আপনার ,আমাদের অনেক কিছুই হয়তো বা নেই, তাই বলে হতাশ হওয়ার কিছুই নাই।যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তো আছেন তাঁর বান্দাদের প্রতি সদা সদয় সহায়।।তাই মনে করা উচিত নয় নিজেকে কখনো অসহায়।পক্ষান্তরে চাহিদার তুলনায় যাদের কাছে অঢেল সম্পদ এবং অনেক কিছুই আছে তা নিয়ে তাঁদের ও গর্ব ও অহংকার করার কিছুই নাই। কার কেমন আছে প্রয়োজন তিনিই একমাত্র ভালো জানেন ,সেক্ষেত্রে তেমনই হয় সবকিছু উপরওয়ালা সৃষ্টিকর্তার ইচ্ছায়।।প্রবাদ বলে, মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যেই । তাই ছোট বড় ধনী গরীব একে অপরের প্রতি মনে কোন ঈর্ষা বিদ্বেষ যেন নয়!বলা তো যায় না ,যাপিত জীবনের প্রয়োজনে কার কখন কাকে প্রয়োজন হয়।।কারণ জীব জগতে একমাত্র সমাজবদ্ধ জীব মানুষ জাতিই। তাই পরিবার ও সামাজবদ্ধ সৃষ্টির সেরা জীব মানুষ মাত্রই।।মনে ঈর্ষা ও বিদ্বেষ পোষণ করে কোন মানুষের হৃদয়ে শুধু কষ্ট দেয়া তো নয়, বরং সৃষ্টিকর্তার কাছে ও গর্হিত কাজ তা ,যা কারো জন্য কখনো কাম্য নয়।। লোভ লালসার উর্ধ্বে উঠে পরের জন্য ও কিছু কিছু বিলিয়ে দিতে হয়,পরম সুখ তো সেখানেই অন্তর্নিহিত রয়! তাতেই বরং পরিবার, আত্বীয় স্বজন , প্রতিবেশীর সাথে সুস্থ সুন্দর সুসম্পর্ক বজায় থাকে এবং মহান আল্লাহর বিধান যা তাঁর বান্দাদের জন্য নির্ধারিত যথাযথ হক ও আদায় হয়।। জন্মিলেই মরিতে হইবে, এ কথা স্মরণে রেখে মনে ঈর্ষা ও বিদ্বেষ পোষণ করে কারো সাথে যেন কখনো বৈরিতা নয়! পরিবার, সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে রাখি সবাই একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক বজায়।।সুখের সময় আনন্দ প্রকাশ এবং দুঃখে ব্যথিত হয়ে মনে সাহস যোগিয়ে একে অপরের খোঁজ খবর রাখি সবসময়।এভাবে একে অপরের পাশে থেকে জীবনের প্রয়োজনে অন্যের সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে যদি সহযোগিতার হাত প্রসারিত করা হয়, তবে অনেক কিছুই তাতে সহজ হয়।।এতে সহজেই মহান আল্লাহর সন্তুষ্টি ও অর্জন করা যায়, এবং ভালো যাক মন্দ যাক দিন শেষে অবশেষে কিন্তু সবার দিন ই ফুরিয়েই যায়।পৃথিবীতে মানুষের জীবনে তাঁর ভালো কাজটুকুই শুধু অন্যের অন্তরে আজীবন রয়ে যায়,আর এভাবেই মানুষ মানুষের হৃদয়ে মানবিকতার পরিচয় দিয়ে মৃত্যুর পর ও অমর হয়ে বেঁচে রয়।।সবসময় ভূমন্ডল নভোমন্ডেলের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে স্মরণে রাখতে হবে আমাদের সবার ,কারণ সুসময় দুঃসময় সবসময় সবকিছু ঘটে উপরওয়ালা সৃষ্টিকর্তার ইশারায়। ছোট বড় ধনী গরীব কেউ তো বলতে পারি না অনাগত দিন কার কেমন যায়। তুচ্ছতাচ্ছিল্য না করি কাউকেই আজ যারা দিনাতিপাত করছেন হয়ে অসহায়।কারণ মানুষ কখনো মানুষের কাছে মুখাপেক্ষী নয়, যে কোন অবস্থাতেই সৃষ্টিকর্তায় আমাদের সকলের সহায়। তাই সদা সচেষ্ট থাকি সবাই সৃষ্টি জগতের পালনকর্তার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে একে অপরের মঙ্গল কামনায়,কেউ কারো প্রতি ঈর্ষা ও বিদ্বেষ পোষণ করে নয়।। খাতুন রওনক আফযা (রুনা) ১১/৯/২০২২
Make sure you enter the(*)required information