নতুন বছরে সবার সুস্থ সুন্দর ও নিরাপদ হোক আগামীর সব দিন মহান আল্লাহর কাছে এই চাওয়া ও প্রত্যাশা। শত চেষ্টা করলেও আর ফিরে আসবে না ,কতো দ্রুতই চলে গেল জীবন থেকে মূল্যবান সম্পদ সময় হারিয়ে যাওয়া। বিগত দিনে যতো ছিলো দুঃখ, গ্লানি , হতাশা ভুলে গিয়ে নতুন সূর্যোদয়ের সাথে সাথে মুছে যাবে ইনশাআল্লাহ আমরা জানি।সুন্দর সুস্থ আগামী পৃথিবী দিচ্ছে মোদের হাতছানি,যদি ধৈর্য্য ধরে হতাশা কাটিয়ে অপেক্ষা করি।।অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অনাগত দিনগুলো দেবো পাড়ি।রুখে দিবো যত আসুক পৃথিবীর তরে বিপদ, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলি। সৃষ্টির সেরা জীব মানুষ জাতি ও সৃষ্টিকুল সকল জীবের সমান পদচারণায় মুখরিত হোক সুস্থ সুন্দর পৃথিবী। আর নয় মানুষে মানুষে হানাহানি ছোট বড় সবাই ভেদাভেদ যাই ভুলি। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে সবাই মিলে মিশে সুন্দর জীবন গড়ি।রঙের ধারায় রাঙাই চলো রঙিন প্রাণের আলো আর এটাই হলো আসল প্রাপ্তি। নতুন বছরে নিজেদের কাছে মোরা সবাই এই অঙ্গীকার করি,এই পৃথিবীতে মোরা ক্ষণিকের অতিথি,সুস্থ সুন্দর নিরাপদ জীবন গড়তে, একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক বজায় রাখি।
খাতুন রওনক আফযা (রুনা)১/১/২০২৩
Make sure you enter the(*)required information