মানেনা বারণ, জানিনা কারণ,দূরন্ত শৈশব। ফিরে দেখি শুধু, আঁখি ভরা জাদু,অপূর্ব বৈভব!জড়োয়ার হার, চাঁদ মুখ যার,বারেবারে মনে পড়ে। ছেলেবেলা মোর, মায়াভরা ঘোর,সেদিনের ধুলি ওড়ে। প্রিয় মুখগুলি, প্রিয় স্মৃতিগুলি, বারেবারে শুধু ডাকে।রঙতুলি দিয়ে, ফুলগুলি নিয়ে, অতীতের ছবি আঁকে।পৌষ মাঘ শেষে, সেই দূর দেশে,আবার কি দেখা হবে?নদী রয়ে যাবে, স্রোতে ভেসে যাবে, স্মৃতি শুধু পড়ে রবে। ঝরাপাতা দিন, ফাগুনে রঙিন, প্রাণলিপি লিখে যায়।কে কোথা হারালো, কি যে রয়ে গেলো, কে বা তারে খুঁজে পায়?বসন্ত দিন,কত যে রঙিন,কত শত ফুল ফোটে।প্রাণবায়ু আজি, নববধূ সাজি,অজানার পানে ছুটে।(৮ই মার্চ ২০২৩ রাত ১২টা)
Make sure you enter the(*)required information