একলা আকাশ বাইনা ধরে মেঘ করেছে
অন্ধকারে ঢেকে দিয়ে মান করেছে
আকাশ তুমি এক পশলা বৃষ্টি দেবে
নাকি গুড়ুম গুড়ুম বজ্রপাতে ভয় দেখাবে?
বৃষ্টি দিলে মন মাজারের খিড়কি খুলে
হাসতে হাসতে বৃষ্টি ফোঁটায় হাত ভিজিয়ে
নিরব হয়ে ক্ষত হৃদয় তৃপ্তি পাবে
বজ্রপাত দিয়ে মনটাকে কি চমকে দিবে
নাকি হঠাৎ করে বিজলি দিয়ে ভয় দেখাবে?
মৃদু হাওয়ায় উতালপাতাল শুকনো পাতা
ধুলোবালির এলোপাতাড়ি হামাগুড়ি
পথ হারানো পাখপাখালির উড়াউড়ি
শহর জুড়ে আমজনতার দৌড়াদৌড়ি
ক্ষত হৃদয় কেঁদে যদি দুঃসাহসী হয়ে যায়
আপন মনে সঙ্গী হলে নিরব নিস্তব্ধতায়
তবুও কি আকাশ তোমার মেঘেরা ডাকবে?
নাকি আদর মাখানো একরাশ হাসি দিয়ে
তব আকাশ তুমি এক পশলা বৃষ্টি দিবে?
মেঘের ভাঁজে বিজলি আসলে আসুক
বিভীষিকার মাঝে নিজেকে মানিয়ে নিব
তবুও আকাশ তোমার কাছে মিনতি জানাই
ঘুম ভাঙা ভোরে এক পশলা বৃষ্টি যেন পায়।
//২০.১০.২৩//
চট্টগ্রাম।
Make sure you enter the(*)required information