সেই বসন্তের ক্ষণটিতে
তুমি এসেছিলে
এসেছিলে তুমি
মুক্ত বিহঙ্গেরমত
ডানামেলে নীলাকাশের নীচে
পূর্ণীমার নিঝুমপ্রায় রাতে
হয়তোবা দিনান্তের রাঙা অস্তরাগে
গেয়েছিলে গীত মধুর পূরবী রাগে
তাই~
এতকাল পরেতোমার সত্ত্বার ছায়াপটে
ভাবছি একোন অালোকে
শীতের হিমেল পরশ পেয়ে
তোমার ভালোবাসায়
মনে হয়~
একরাশ রজনীগন্ধার আলতো ছোঁয়ায়
আমার সুপ্ত হৃদয়ে
ভাবের কোমলতায়
নিজেকে হারিয়েছিলাম স্মৃতির মানসপটে
সেই বসন্তক্ষণে
তুমি এসেছিলে --
---------------------
হাবিব খান
রচনাকালঃ ৮/৬/১৯৮২ ইংরেজী
Make sure you enter the(*)required information