নৈসর্গিক দৃশ্য
অত্যুদব্যক্তি চুনতি
আমার নিত্য অহংকার
বহু শতাব্দীর অফুরন্ত ভাণ্ডার
জ্ঞান গরিমার
বড মিয়াজী ছোট মিয়াজী
তাঁদের পদাঙ্কে আব্দুররহমান মিয়াজী
পথ নির্দেশনায় উজ্জ্বল দৃষ্টান্ত
জজ আউলিয়া
আব্দুল হাকিম নাছির উদ্দীন ডেপুটী
ফজলুলহক হাছান আলী খান বাহাদুর
জ্ঞানের আলো ছড়িয়েছেন বহুদূর
আধ্যাত্বিক লাইনে
জয়নুদ্দীন কালাশাহ্
শুকুরআলী ইউছুফ আলী
তাঁদের ধারাবাহিকতায়
নজির আহমদ হাফেজ আহমদ শাহ্
ত্বরিকত সীরত এখানে বসে
অনতিদূরে বুদ্ধ পূর্ণিমা
পূজা পার্বণ অষ্টপ্রহরে
শত বছরের গরিমা
ভেদাভেদ নেই ধর্ম মতে
কখনো একে অন্যের
শিক্ষার আলো দেখিয়েছে তা
জাত কূল বংশানুক্রমের
----------------------
হাবিব খান
রচনাকালঃ ১৩/২/২০১৭ ইংরেজী
Make sure you enter the(*)required information