["সুরের দরপন " এ বহুমূখী প্রতিভা শ্রদ্ধেয় মানিক নানার তিন কালের স্মৃতি প্রস্ফুটিত । তাঁর হয়ে আমার অনুবৃত্তিময় শ্রদ্ধার্ঘ্য ]
সুন্দর মুহুর্ত প্রতিটি
দাগকাটা মনে
রেশ সদা বিদ্যমান
রয় মনমন্দিরে
দক্ষিণ মলয়
মৃদুমন্দ বয়
রজনীতে নিষুপ্ত প্রায়
পরবাসী মন
নব উল্লাসে
খুঁজেপেতে চায়
দুরন্ত যৌবন ।
মাঝে কত সংবৎ
যত কথা ব্যাকুলতা
নিয়ে সুখ স্মৃতি
সূচীমত আবার ফিরে যদি
করি রোমন্তন আমি নিরবধি ।
হারানো সেদিন ভুলিব কেমনে
বিভাসিত যৌবন
এখনোত ভাবনা জুড়ে
বয়েচলা নদীর মতন~~~~~
---------------------
হাবিব খান
রচনাকালঃ ২৯/৮/২০১৬ ইংরেজী
Make sure you enter the(*)required information