সুখ যদি কিছু থাকে
তা তোমার ছায়ার মানচিত্রে
একান্ত লুকোচুরি কাল কালান্তরে
নিত্য অভিসার_____
হৃদয়ের অতলতলে
বাসন্তী দক্ষিণ মলয়ে
খণ্ডশত স্মৃতি মিলে
ঝড়তোলে বারংবার______
রূপরস গন্ধ ভরে
ক্ষণ দিন বছর পারে
রন্ধ্রে রন্ধ্রে কিংবা আত্মার গভীরে
নিত্য অহংকার______
------------------
হাবিব খান
রচনাকালঃ ১৬/৮/১৯৯৪ ইংরেজী
Make sure you enter the(*)required information