স্মৃতি ভরা শৈশব মোদের চুনতি গ্রাম যেথায়,
আজ কবিতার ডানায় চড়ে, যাবো উড়ে সেথায়।
চুনতি অভয়ারণ্য ঘুম পাড়াবে, ডাকবে দোয়েল পাখি,
চুনতির আগামী গড়বো মোরা লাল সবুজের মাখামাখি।
শোন হে হৃদয়েশ্বরী, স্মৃতি ভরা আলোকিত চুনতি!
হতাম যদি দুটো ডানার রঙ্গীন উড়ন্ত প্রজাপতি!
নিত্য মনের সুখে তোমার বুকে উড়ে বেড়াতাম,
এই জীবনে নিত্যদিন তোমার মধুর ছোঁয়া পেতাম।
শত সাধক জ্ঞানী-গুণীরা ছড়ায় আপন জ্যোতি,
আপন মহিমায় সমুজ্জ্বল, আমাদের আলোকিত চুনতি।
পৃথিবীতে ভোরের আলোর প্রভা, যাবে দেখা যতদিন,
চুনতি গ্রামের অনন্ত মহিমা জাগ্রত রবে ততদিন।
লেখক: ছাইফুল হুদা সিদ্দিকী
Make sure you enter the(*)required information