পেয়ালায় চুমুক নাহ্ শরাবে ঢোঁক ঊরু দুলে নাচুক স্তনে ফুল ফুটুক; কাঁধে আর বেণীতে ঘামের বর্ষা উষ্ণতায় ভরে থাক গদ্যের পোড়া রোদে, সময়টা এখন ছোট গল্পের মতো। গ্রীবায় চোখা তিল আঁশটে আঠালো ঠোঁটে মাতোয়ালী হাসি আরো অনেক অর্থ দাঁড়ায় রঙের রেখায়, পুরুতে পুরুতে মেকী পরতে আসল চেহারাখানাও এখন মনে নাই দেহ ভঙ্গিমায় হারিয়ে গেছে- শ্রাবণের ভোরের কাঁথামুড়ি গুটিশুটি ঘুম একবেলা অপরাহ্ন, ধোয়াটে চা আর চুম; এখন সব মোহের শরীরে মনের দাম ছাই আর অন্যদিকে আদমের ঘোড়ার কোন লাগাম নাই! আদনান সাকিব ১৫ পৌষ ১৪২২ ঢাকা।
Make sure you enter the(*)required information