সবুজ শ্যামল প্রকৃতির অপরুপ লীলাভূমি জীব বৈচিত্র সমৃদ্ধ বনাঞ্চল তথা চুনতি বন্যপ্রানী অভয়ারণ্য নিয়ে ইউনিয়ন যার অবস্থান চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়ক ঘেষেঁ।চুনতি, সাতগড়, নারিশ্চা , ফারাঙ্গা , চান্দা ও পানত্রিশা এই সাতটি গ্রাম নিয়ে চুনতি ইউনিয়ন লোহাগাড়া উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লোহাগাড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ।ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে চাম্বী খাল, চান্দা খাল, সোনাছড়ি খাল, ফারাঙ্গা ছড়া, সাতগড় ছড়া, হাইছবিলা খাল, মছকানিয়ার ছড়া, রাতার ছড়া, হাতিয়ার খাল, পাগলীর খাল, বুড়ির ছড়া, পেকুয়ার ছড়া এবং নারাঙ্গার ছড়া।পর্যটন-সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধন, লাল সবুজের প্রিয় বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের লীলাভূমি পর্যটন শিল্পের এক অপার সম্ভাবনার দেশ।যে কোন এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন,সামাজিক-সাংস্কৃতিক উন্নয়ন,শিক্ষার অগ্রগতি বা মান বৃদ্ধি এবং শান্তি ও সৌহার্দ্য সৃষ্টিতে ঐ এলাকায় টেকসই পর্যটনশিল্পের বিস্তার ইতিবাচক ভূমিকা পালন করে।এই শিল্পের প্রসারে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি,মানুষের মূল্যবোধ,কথা-বার্তা, আচার- আচরণ,জীবনমান,প্রকাশভঙ্গি ইত্যাদি সমৃদ্ধ হয়।পর্যটন মানুষের মনে আনন্দের যোগান দেয়, ব্যাস্ত দৈনন্দিন জীবনে মানসিক শান্তি ও স্বস্তির সঞ্চার করে।এক এলাকায় থেকে অন্য এলাকায় ভ্রমন ও অবকাশ যাপনের মাধ্যমে মানুষ একে অপরকে জানতে পারে । ফলে নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্ব সৃষ্টির মাধ্যমে ধনী-গরীব, শিক্ষিত-অশিক্ষিত,জাতি-ধর্ম, বর্ণ-গোত্র নির্বিশেষে রাজনৈতিক-সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধন হয়।
Make sure you enter the(*)required information