আমরা সৃষ্টির সেরা জীব মানুষ।
লেখক: ছাইফুল হুদা সিদ্দিকী
একদল শিক্ষার্থী স্যারের কাছে জানতে আগ্রহী ছিলো এই পৃথিবীতে মানুষে মানুষে এত অসম প্রতিযোগিতা কেন ?এতো হিংসা বিদ্বেষ কেন ? কেন আমরা সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে জীবন যাপন করছিনা?শিক্ষক মহোদয় ওদের প্রশ্নের জবাব না দিয়ে ঘরের ভেতর গেলো এবং একটু পরে ওদের ছয় জনের জন্য ভিন্ন ভিন্ন কাপে চা নিয়ে আসলো, যার মধ্যে দুটো কাপ প্লেট সহ, দুটো কাপ প্লেট ছাড়া আর দুটো প্লাষ্টিক কাপ ছিলো, তারপর শিক্ষক লক্ষ্য করলেন এই ভিন্ন ভিন্ন কাপে দেয়া চা পান করার জন্য সবার মাঝে প্রতিযোগিতা শুরু হলো, কে আগে প্লেট সহ কাপ গুলো নেবে এবং এই কাজটি করতে গিয়ে ওরা খুব হুড়াহুড়ি শুরু করলো এবং বাক বিতন্ডায় জড়িয়ে পড়লো, প্লেট ছাড়া এবং প্লাষ্টিক কাপ গুলো কেউ নিতে আগ্রহী না, এবার শিক্ষক মহোদয় বললো সবাই শুনো এখন চা পান করোনা, তোমরা জানতে চাইছিলে মানুষ কেন অসম প্রতিযোগিতা করে অহেতুক অশান্তি করে এইতো ? এই দেখ ভালো কাপে চা পান করা নিয়ে তোমরা প্রতিযোগিতা শুরু করছো কে আগে প্লেট সহ কাপ নেবে? এখানে দেয়া সব কাপের চা একই ধরনের একই স্বাদের অথচ তোমরা আসল যেটা মানে "চা পানের" এর বিষয়টি এড়িয়ে বাইরের মানে "পাত্রের" বিষয় টি বেশি গুরুত্ব দিয়েছো , তেমনি আমরা মানুষ আসল কথাটা ভুলে যায়, যেমন আমরা সবার আগে মানুষ তারপর আমাদের পেশা,আমরা শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, গাড়ি চালক, সরকারি কিংবা প্রাইভেট চাকুরীজীবি, মডেল,কসাই, কৃষক, দিন মজুুর. মৎস্য জীবি সহ আরও নানান পেশায় আমরা নিয়োজিত। আমাদের পেশা,ধন দৌলত,ছোট বড় নয় , সবার আগে মনে রাখতে হবে আমরা সৃষ্টির সেরা জীব মানুষ।
Make sure you enter the(*)required information