গ্রামে ভাড়ায় সাইকেল
ছাইফুল হুদা ছিদ্দিকী
হঠাৎ জানতে ইচ্ছে হলো!
প্রিয় গ্রাম চুনতি মুন্সেফ বাজারের,
ভাড়ায় চালাতাম সাইকেলটি কেমন আছে?
শৈশবের স্মৃতি ক্যানভাসে ভেসে উঠলো।
সূর্য্য পশ্চিমের আকাশে হেলে পড়েছিলো!
হাতে থাকা এক কি দু টাকায়।
সেই সাইকেলটি নিলাম ভাড়ায়।
অতঃপর খুব জোরে প্যাডেল চেপে,
ঐদিন সাইকেল চালালাম সময় মেপে।
সময় শেষ প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে ,আরও জোরে চালালাম সাইকেল, কিন্ত একি সাইকেল কোথায় যায়? ব্রেক হচ্ছেনা কেন ?উপায় না দেখে দু পা ছেড়ে দিলাম, তবে শেষ রক্ষা হলোনা।একটু পরে আমাকে আবিস্কার করলাম সাইকেল সমেত রাস্তার পাশে ধান ক্ষেতে। কাদাঁমাখা আমি আর সেই মুন্সেফ বাজার থেকে ভাড়া করা সাইকেল।হঠাৎ মনে পড়লো সেই গ্রামের ভাড়ায় সাইকেলটির কথা, যেটাতে আমার মতোন চুনতিতে অনেকে চড়েছে।
Make sure you enter the(*)required information