Why I am a Rotarian...
“We can do no great things; only small things with great love.”—Mother Teresa
জীবনের শিক্ষা
লেখক: ছাইফুল হুদা ছিদ্দিকী
আমি যখন চট্রগ্রাম ইপিজেড এর বিদেশী মালিকাধীন পোষাক রপ্তানীকারক প্রতিষ্টান ক্যাংবুক কোম্পানী বিডি লিমিটেড এ চাকরি করতাম।সেই সময় (১৯৯২-১৯৯৮)ইউ দেশগুলোর এক খুব বড় ক্রেতার প্রতিনিধি ছিলেন ইন্দোনেশিয়ায় জন্মগ্রহনকারী মোহাম্মদ মোস্তফা কামাল। উনি প্রায় তিন মাস অন্তর বাংলাদেশে আসতেন। উনি যখন চট্রগ্রামে থাকতেন কোম্পানীর উপ মহাব্যবস্থাপক হওয়াতে আমাকে প্রায় সময় উনার সাথে দুপুরে ও রাতের খাবার খেতে হোত চট্রগ্রামের তখনকার সময় নামকরা সব অভিজাত চায়নিজ রেস্টুরেণ্টে। উনার খাওয়ার জন্য কোম্পাীর পক্ষ থেকে প্রতিদিন পাচঁ থেকে দশহাজার টাকা বরাদ্দ থাকতো।দুজনের খাওয়ার জন্য তখনকার সময় দু-তিনহাজার টাকা যথেষ্ট ছিল। খাওয়ার অর্ডার দেওয়ার আগে উনি জিজ্ঞেস করলো মিষ্টার ছাইফুল আজ আমাদের দুজনের জন্য কত টাকা বরাদ্দ আছে ?আমি বলতাম তুমি যত টাকা খরচ করতে পারো ততটাকা বরাদ্দ আছে।হোটেল আগ্রাবাদের বিফ চপ উনার খুব প্রিয় ছিল।আমি প্রথম যে দিন মিষ্টার মোস্তফাকে নিয়ে খেতে গেলাম ঐদিন সে আমরা দুজনের খাওয়ার বাইরে আরো চার জনের খাওয়ার মানে মোট ছয় জনের খাওয়ার অর্ডার করলো।আমি আমতা আমতা করে বললাম মিঃ মোস্তফা খাওয়ার একটু বেশী হছে মনে হয় ? আমরা কি এতো খাবার খেতে পারবো ? মোস্তফা বললো আমার কিছু মেহমান আছে। টেবিলে খাওয়া আসার আগে উনি বয়কে ডেকে বললো আপনি দুজনের খাওয়া এখন দেবেন আর বাকী চারজনের খাওয়া আমরা যাওয়ার আগেই প্যাক করে দেবেন।আমি অনেক কৌতুহল নিয়ে খাওয়া শেষ করলাম আর অপেক্ষায় থাকলাম এই চার প্যাকেট নিয়ে মোস্তফা কি করে ? আমি একবার ভাবলাম উনি এই খাওয়ার গুলো হয়তো আমাদের উৎপাদন বিভাগের কারো জন্য নিয়েছেন কিংবা উনার মনে হয় আরও কেউ আছেন। আমাদের খাওয়া শেষ হওয়ার সাথে সাথেই উনার অতিরিক্ত চার প্যাকেট খাওয়া বয় আমাদের গাড়ীতে দিতে গেল ।কিন্ত না আমাকে অবাক করে দিয়ে উনি গাড়ীতে না উঠে কিছুক্ষন আগে যে মসজিদে আমরা নামাজ শেষ করলাম বয়ের হাত থেকে খাবার গুলো নিয়ে সেই মসজিদের দিকে হাটা দিল এবং ঐ খানে আগে থেকে দাড়ানো চারজন ফকিরকে খাবার গুলো বিতরণ করে দিলো। সেদিনের মোস্তফার দেওয়ার পদ্ধতি , আনন্দ ও হাসি আর ঐ খাবার হাতে পাওয়া মানুষ গুলোর চোখে মুখে এক অপরুপ আনন্দ ভরা হাসির ঝিলিক যা আজও আমাকে তাড়া করে বেড়ায় অসহায় মানুষগুলোর জন্য কিছু করার জন্য আজ আমি একজন রোটারিয়ান।
Make sure you enter the(*)required information