ওমানের পথে রিজেন্ট এয়ারওয়েজ ? (অন্তত গল্প একটা হলো তো! মন্তব্য ডাক্তার আবু )
"জীবিকা যেখানে জীবনের চেয়ে দামি এমনকি গল্পকেও হার মানায়"বেসরকারি শীর্ষ বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ ঢাকা ও চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাসকাট রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে, আমি এই ফ্লাইটের যাত্রী হলাম, আমার সাথে সিঁড়িতে উঠছেন একজন বারবার বারবার পেছন ফেরে দেখছিল আর সব উনার মোবাইল ভিডিও করছিলো, আমাকে বললো ভাই আবার কখন এই প্রিয় দেশে ফিরে আসবো জানিনা তাই ভিডিও করে নিচ্ছি, আমি ওনার কাছে জানতে চাইলাম কোথায় যাচ্ছেন ?উনি বললো মাসকাট যাচ্ছি। হঠাৎ খেয়াল হলো আমার পিছনে ব্যাগ কাঁধে আরও অনেক যাত্রী উঠছেন একই বিমানে, আমি ও একটু ভাবলাম আহা ওমান যেতে পারলে ভালো হতো ! আফসোস ! আমার টিকেট আর ভিসা চট্টগ্রাম পর্যন্ত।তারিখ ২৫-০৯-২০১৮ ঢাকা -চট্টগ্রাম -মাসকাট রিজেন্টের এই ফ্লাইটিতে ছিল ওমানের যাত্রীদের সাথে ঢাকা- চট্টগ্রাম এর অভ্যান্তরিন যাত্রীদের জন্য ব্যবস্থা, সেই সুবাদে এই বিশাল ফ্লাইটের সেদিন আমি একজন যাত্রী ছিলাম চট্টগ্রাম পর্যন্ত। আবার ভাবলাম এইতো বেশ আছি, নিজের দেশে আছি, বন্ধু বান্ধব আত্বীয় স্বজন পরিবারের সবাইকে নিয়ে বেশ আছি।যারা দেশে তারাতো তেমন খারাপ নেই ? বাড়ির সামনে সেই গ্রামের বাজার এবং বাজারে কোন একটা দোকানে বসে বন্ধু বান্ধব আত্বীয় স্বজন ছোট বড়ো নবীন প্রবীণ সবার সাথে গ্রামের কিংবা দেশের নানা বিষয়েই মনখোলা আড্ডা,সবুজ শ্যামলে ভরা পাহাড় টিলা সারাদিন ঘুরে বেড়ানো, আর খাল বিল ঝিল পুকুরে মাছ ধরা সব ফেলে একটা বয়সে একদিন আগামী দিনের কর্মসংস্থানে দেশের মায়া ত্যাগ করে বিদেশে পাড়ি দেয়া।এরপর জীবনের চেয়ে জীবিকা বড়ো হয়ে উঠে মা বাবা ভাই বোন ও নিজের সহধর্মিনী , ছেলে মেয়ে থেকে অনেক দূরে রাত দিন কঠোর পরিশ্রম করে জীবন যাপন। দেশের জন্য বিদেশী মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখা কিংবা পরিবারের সবার জীবনকে সুখে আনন্দে সমৃদ্ধ করে তোলা।প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্সের টাকায় আমরা আজ সমৃদ্ধ। শুধু রেমিট্যান্স নয় বিদেশে বসে বিশ্বের যেখানে বাঙালি অধ্যূষিত শহরগুলোতে বাংলাদেশের সবজি, মাছ, ফলমুল থেকে শুরু করে বিভিন্ন দেশীয় হস্তশিল্পজাত পন্য আমদানী করে বাংলাদেশের অর্থনীতিতে অসাধারণ অবদান রাখছেন।দেশের সুখে দুঃখে দূর্যোগময় মুহুর্তে প্রবাসীদের প্রেরিত সাহায্য ও সম্মিলিত সহযোগিতা এবং দেশের আনাচে কানাচে শিক্ষা প্রতিষ্টান, মসজিদ মাদ্রাসা , ইয়াতিম খানা , দাতব্য চিকিৎসা সহ অনেক ধরনের জনকল্যাণ মূলক কাজ হচ্ছে। চলবে ...............................................
Make sure you enter the(*)required information