সূরা আশ শুরা (অংশ বিশেষ)
ছাইফুল হুদা ছিদ্দিকী
রাখো পূর্ণ ভরসা,
মহান আল্লাহের উপর,গ্রহন করো ঈমান।
নামাজ আদায় করো,
প্রভুর বিধানে নিজেকে করো সমর্পন।
কবিরা গুনাহ ও অস্লীলতা বিরত থাকো
পাবে সমাধান।
অতি রাগ নয়-
ক্ষমা করো আর বেশী বেশী করো দান,
তোমাদের জন্য রয়েছে
আখেরাতের চিরস্থায়ী কল্যাণ।
Make sure you enter the(*)required information