মানবতার পরাজয়।
আমরা সৃষ্টির সেরা জীব।
আমরা মানুষ ?
মানবতা আমাদের অলংকার।
অন্য প্রানীর আর মানুষের মাঝে তফাৎ
আমরা বিবেকবান।মানবিক।
মনুষ্যতা আমাদের অহংকার।
ওরা সাহসী হোক।
হোক ওকোতোভয়।
হবে ওদের জয় ।
পৃথিবীর কিছু বিবেকহীন মানুষের জন্য।
ফিলিস্থিনের গাজা ভূখন্ডে ইজরায়েলি হামলায়
নির্বিচারে মহিলা ও শিশুদের হত্যা,
এতো যুদ্ধ নয়।
মানবতার চরম পরাজয়।
যুদ্ধের নামে মানবতার এ চরম অবমাননা
এ চরম পরাজয় কি মেনে নেওয়া যায়?
Make sure you enter the(*)required information