"রোটারির মেলবন্ধন বিশ্বজুড়ে" প্রসঙ্গ ডিটিটিএস-২ রোটারি ইন্টারন্যাশনাল বছর (২০১৯-২০২০) রোটারিয়ান ছাইফুল হুদা ছিদ্দিকী
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর রোটারি ২০১৯-২০২০ বছরের জেলা কর্মকর্তা টিম প্রশিক্ষণ সেমিনার ডিটিটিএস-২ ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার কুমিল্লায় বার্ড এর ময়নামতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ।প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান পিপি দিলনাশিঁ মোহসেন ডিসট্রিক গর্ভনর, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮২,বাংলাদেশ। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান পিডিজি ইঞ্জিনিয়ার এম আব্দুল লতিফ, ডিস্ট্রিক প্রশিক্ষক ২০১৯-২০২০ এবং রোটারিয়ান ডিজিএনডি আবু ফয়েজ খান চৌধুরী, রোটারিয়ান পিপি নিরেশ চন্দ্র দাস ডিস্ট্রিক সেক্রেটারি (২০১৯-২০২০) প্রধান ও মূল বক্তা ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটারিয়ান পিপি অধ্যাপক লেফট: কর্নেল ( অবসরপ্রাপ্ত ) মোহাম্মদ আতাউর রহমান পীর পিএইচএফ।কুমিল্লা জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের শিক্ষা-শিল্প-সাহিত্য-সংস্কৃতির পাদপীঠ প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি প্রশাসনিক অঞ্চল।যার উপর সায়হান গোমতী-মেঘনা-তিতাস-ডাকাতিয়া । সবুজ শ্যামল এই অপরূপ লীলাভূমি অপরূপ বৈচিত্র্যের আধার কুমিল্লার ময়নামতি-লালমাই এর পাহাড়ি অঞ্চলের কোটবাড়ি নামক স্থানে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী ( বার্ড ) অবস্থিত। সবুজের খোঁজে থাকি, প্রশিক্ষণ ভেন্যুতে এসে দেখলাম চারিদিকে সবুজ গালিচা আচ্ছাদিত। চট্টগ্রাম থেকে ভোর সকালে যাত্রা করে কুমিল্লার বার্ড প্রাঙ্গনে পৌঁছে আমার সব ক্লান্তি মুছে গেল। চারিদিকে মন প্রাণ জুড়ানো সবুজ, মহান আল্লাহের এ এক অপরূপ দান।যথাসময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ডিজি মহোদয়ের উপহার হাতে পেলাম খুব সুন্দর একটি নীল রঙের টাই এবং ২০১৯-২০২০ বছরের রোটারি পিন। আয়োজক কমিটির পক্ষে লাল গোলাপের ফুলেল শুভেচ্ছা দেয়া হলো এবং উন্নত মান সম্পন্ন একটি ব্যাগ, টিশার্ট , ডিজি স্যারের লেখা রোটারি তথ্য সমৃদ্ধ একটি প্রশিক্ষণ বই, এ ছাড়া প্যাড, কলম, বিস্কিট, কেক,চানাচুর, চকলেট, রোটারি ক্লাব অব রিভার সাইন চার্টার সভাপতি রোটারিয়ান সিপি রুহেল রুহেলা খান চৌধুরীর দেয়া যা ২০১৯-২০২০ বছরের লোগো সমৃদ্ধ টেবিলে রাখার জন্য একটি সুন্দর উপহার । যাত্রা পথে রোটারিয়ান সমুদা বেগম পিএইচএফ ও কোহিনুর আপার ঘরে তৈরী মজাদার পিঠা খাওয়া হলো, আমাদের সাথে ছিলেন রোটারিয়ান খন রঞ্জন, নূর মোহাম্মদ , তৌফিক সাদেক, আহমেদ নূর, সেতু , মোহাম্মদ মহিউদ্দিন । রোটারির যে কোন অনুষ্ঠানে বড় পাওয়া সাথিত্ব বা ফেলোশিপ অনেক কথা হলো এবং দেখা হলো ফেলোশিপ নেতা আমার প্রিয় ভাই রোটারিয়ান পিপি বদরুল আলম চৌধুরী, রোটারিয়ান মোহাম্মদ আসরার, আফতাব সিদ্দিকী, জসিম উদ্দিন,সানিউল ইসলাম,নুরুল আলম কিরণ, পিপি এইচ কে নাথ ,ইমরান, পিডিডিআরআর শাহ জোনায়েদ আলী সহ অনেক রোটারিয়ান নেতা ও রোটারিয়ানগণের সাথে । সকাল ৯টা থেকে ৯:৫০ নিবন্ধন এবং সকাল ঠিক দশটা যথাসময়ে ওপেনিং সেশন শুরু হলো। ডিটিটিএস চেয়ারম্যান পিপি মোহাম্মদ শাহজাহান সাজু পিএইচএফ এমসি রোটারি ক্লাব অব কুমিল্লা সাইনরাইস ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটারিয়ান পিপি অধ্যাপক লেফট: কর্নেল ( অবসরপ্রাপ্ত ) মোহাম্মদ আতাউর রহমান পীর পিএইচএফ কে মিটিং কলটু অর্ডার করার জন্য আমন্ত্রণ জানালেন। পবিত্র কোরান তেলওয়াত করা হলো। জাতীয় সংগীত পরিবেশিত হলো। রোটারি প্রতি প্রত্যয় পাঠ এবং ডিটিটিএস-২ চেয়ারম্যান এর স্বাগত বক্তব্য এর পর রোটারিয়ান পিপি নিরেশ চন্দ্র দাস উপস্থিত সকল সন্মানিত রোটারিয়ানদের পরিচয় করে দিলেন। উদ্বোধনী বক্তব্য রাখলেন চলতি বছরের ডিস্ট্রিক্ট গভর্নর -৩২৮২ সম্মানিত দিলনাশিঁ মোহসিন পিএইচএফ বি ।আজকের দিনের উদ্দেশ্য সম্পর্কে বললেন ডিস্ট্রিক্ট ট্রেইনার পিডিজি ইঞ্জিনিয়ার এম আব্দুল লতিফ স্যার। এর পরে ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটারিয়ান পিপি অধ্যাপক লেফট: কর্নেল ( অবসরপ্রাপ্ত ) মোহাম্মদ আতাউর রহমান পীর পিএইচএফ উনার বক্তব্য রাখলেন। রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর নবসংযোজন ডিটিটিএস-২ সারাদিনের এই প্রশিক্ষণ সেমিনারে আমরা হাতে কলমে আনন্দের সাথে রোটারির অনেক খুব প্রয়োজনীয় কিছু অজানা বিষয় শিখেছি। ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটারিয়ান পিপি অধ্যাপক লেফটে : কর্নেল অবসরপ্রাপ্ত রোটারিয়ান এম আতাউর রহমান পীর স্যারের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধান, রোটারির যাবতীয় নিয়ম কানুন , ডিস্ট্রিক্ট কর্মকর্তাদের করণীয় , দায়িত্ব ও কর্তব্য বহুল তথ্য সমৃদ্ধ উনার নিজের লেখা বই এবং আগামী বছরের ডিস্ট্রিক্ট প্রশিক্ষক সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর (২০১৪-২০১৫) ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল লতিফ স্যারের অসাধারন প্রশিক্ষণ ও ফ্যাসিলিটেটর গণের যথাযত ও প্রয়োজনীয় তথ্য বহুল উপস্থাপন। রোটারিয়ান সিপি রুহেলা খান চৌধুরী, রোটারিয়ান সিপি ফাতেমা জেবুন্নেসা, রোটারিয়ান পিপি জিয়াউল হোক জিয়া, বিশেষ করে মাই রোটারি কমিটির আগামী বছরের সভাপতি চৌকষ প্রশিক্ষক রোটারিয়ান পিপি এম আমিন সোহেল এর প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ এবং ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট মোহাম্মদ আতাউর রহমান পীর স্যার উনার বক্তব্য ও প্রশিক্ষণের মাঝে মাঝে বিভিন্ন কার্যকরী বাস্তব তথ্য প্রদান করে অংশগ্রহণকারীর চিন্তাশক্তির গভীরতা ও প্রসারতা আর দক্ষতা বৃদ্ধির অনুপ্রেরণাশীল প্রধান বাতিঘর হিসেবে কাজ করেছেন ।ডিস্ট্রিক্ট গভর্নর ২০১৯-২০২০ এর নিয়মিত বই পড়া, রোটারি ওয়েব সাইট পরিদর্শন ও বিশেষ করে লিখন প্রতিভা এখানে নিয়মকে ভূমিকা পালন করেছে। প্রশিক্ষকগণের বিষয়ভিত্তিক জ্ঞান, উপস্থাপন কৌশল ও লিখন প্রতিভা প্রশিক্ষণের অংশগ্রহণ কারীদের আনন্দ, উৎসাহের্ মাধ্যমে জানতে ও শিখতে সহায়ক ভূমিকা পালন করেছে।অনেকদিন পর একটি তথ্যবহুল ও যথাযত প্রশিক্ষণ উপহার পেলো ডিটিটিএস -২ এর অভিযাত্রার সদস্যগণ। সবার সার্বিক অংশগ্রহণ প্রশিক্ষণ মজার ও আনন্দপূর্ণ হয়েছে এবং নির্মল সফল ও সার্থক হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট ঘোষণা দিলেন বিকেলে গান হবে তবে সাথে সাথে উনি একটা দারুন তথ্য দিলেন গানের শিল্পী কোন সেলেব্রেটি বা বিখ্যাত নন উনাকে উনারা গতকাল খোঁজে পেয়েছেন সিলেট থেকে রেলে কুমিল্লা আসার পথে। উনার নাম সবুজ মিয়া, উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী এবং রেল এ গান করে উনার জীবিকা নির্বাহ করেন। ডিজি মহোদয় এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারি জেনেরাল(২০১৯-২০২০) রোটারিয়ান পিপি নিরেস চন্দ্র দাস জানালেন রোটারিয়ান পিপি সেলিম খান নির্বাহী সম্পাদক (২০১৯-২০২০) এর অনুরুধে শিল্পী সবুজ মিয়াকে উনারা এই প্রশিক্ষণ সেমিনারে নিয়ে এসেছেন একটাই কারণ উনি এখানে গান করবেন এবং আমরা রোটারিয়ানগন উনার জন্য কিছু করবো, উনি বললেন আমার সবাই চাইলে সবুজ মিয়ার জন্য কমপক্ষে পাঁচ হাজারটি টাকা দিতে চেষ্টা করবো। প্রতিভাশালী গুণী রোটারিয়ান সেলিম খানের প্রতিভা শিকার শিল্পী সবুজ মিয়া অসাধারণ গান করেছেন এবং উপস্থিত রোটারিয়ান সবাই মেলে তৎক্ষণাৎ উনাকে ষোল হাজার টাকা উপহার হিসেবে দিয়েছেন। ডিস্ট্রিক্ট গভর্নর সবশেষে জানালেন আমরা রোটারিয়ান হিসেবে যা যেখানে থাকি না কেন এ ধরনের সুবিধাবঞ্চিত জনগণের সেবা করবো। সব ধরনের অনুষ্ঠানের সাথে অবশ্যই মানবতার সেবা করবো। রোটারির ভাবমূর্তি উজ্জ্বল করবো। মানবতার ও সমাজের এবং দেশের কল্যানে কাজ রোটারিয়ান পিপি আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি অংশগ্রহণকারীদের মাঝে সনদ তুলে দেন।রোটারিয়ান পিপি সেলিম খান এর ধন্যবাদ বক্তব্য এর পরে সমাপনী বক্তব্য মডেল অফ ফেলোশিপ রোটারি ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর পিএইচএফ স্যার বললেন মানুষের মুখে হাসি ফুটানোর জন্য নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে রোটারির সদস্যরা। সমাজসেবী সংগঠনের মধ্যে পৃথিবীর সবচেয়ে সেরা সংগঠন হচ্ছে রোটারি। শত বছর ধরে এই কাজটি করে যাচ্ছেন রোটারিয়ানরা। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে রোটারিও তেমনি এগিয়ে যাচ্ছে।হিতৈষী মনোভাব ও সহমর্মিতার গুণ ছাড়া মানবিকতা ও মহানুভবতার বিকাশ পূর্ণতা পায় না।ন্যায়, সত্য ও সুন্দর সমাজ বিনির্মানের জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা বিশ্বে এবং বাংলাদেশে কাজ করে যাচ্ছে মানবতার কল্যানে নিবেদিত রোটারি , সমাজের মানুষের জন্য অনেক কিছু করার রয়েছে। বিশেষ করে অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। রোটারির মাধ্যমে এ দায়িত্ব পালন করার সুযোগ সৃষ্টি হয়। তাই রোটারি অতীত থেকে এখন পর্যন্ত বিভিন্নভাবে সমাজ ও মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছে। আগামীর প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে রোটারি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে সব ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে।আর্তমানবতার কল্যাণ সাধনে সবসময় এগিয়ে আসা রোটারিয়ানগন আগামীতে আরো বেশ বেশি মানব ও সমাজ কল্যানে কাজ করবেএবং প্রশিক্ষণ এর সমাপ্তি ঘোষণা করেন।
লেখক রোটারিয়ান ও প্রাবন্ধিক, সদ্য সাবেক সভাপতি রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি কর্ণফুলী জোন, রোটারি ইন্টারন্যাটিনল ডিস্ট্রিক ৩২৮২-বাংলাদেশ
Make sure you enter the(*)required information