ওরা দুজনেই প্রচন্ড আত্মকেন্দ্রিক,ওরা দুজন যেন তেল আর জল,ওরা একসাথে চলতে চায়না!কবিতা চায় অনুরাগ, অভিমান আর দূরত্ব,প্রেম চায় পরম নির্ভরতায় একসুঁতোয় গাঁথা হতে।
আমি এখন নিবিড় প্রেমে মত্ত,প্রকৃতি প্রেম, মানব প্রেম অথবা নিজের সাথে প্রেমকর্ম এবং ধর্ম দুটোতেই ডুবে বুঁদ হয়ে গেছি,সারাদিন পার্থিব চাওয়া পাওয়া মেটাতে প্রাণান্ত,কখন যেন ভুলেই গেছি,কবিতাকেই আমি একসময় বেশি ভালোবেসেছি!
আমার এখন অবসর নেই, একাগ্রতা নেই,একান্ত বলেও কিছু নেই,তাই, এখন কবিতাও আর আমার কাছে আসেনা,জানিনা, কে বেশি অভিমানী,কবিতা নাকি আমি?
Make sure you enter the(*)required information