কদর্যসানজিদা রহমান
মুখোশের আড়ালে বিষদাঁত দেখিনি সে আমারই অযোগ্যতা!একটা কাল কেউটে তড়বড়িয়ে বেয়ে উঠে যায়অজান্তে শিরা উপশিরা বেয়ে হৃদযন্ত্র ফুঁটো করে,সেখানে লেপে দেয় কদর্যতার অষ্টপ্রহর!মুখোশটা ছিমছাম পরিপাটি করে আঁকা, শান্ত চোখ মুখের আদল তা'তে!চারপাশ ঘিরে তার চৈত্রের মহুয়া মদে মত্ত সাঁওতালি নৃত্য গীত,সুধা পানে অবিরত বয়ে যাওয়া মুঠো মুঠো স্বপ্ন,কুহেলিকা, প্রহেলিকা যত সব দুর্বোধ্য শব্দের মায়ায়কি নিবিড় আচ্ছন্ন হয়ে যাওয়া,বৃদ্ধ জারুল গাছটা হয়ে থাকে যত শত ইতিহাসের রাজসাক্ষী,হয়তোবাকোনদিন জারুলের ইচ্ছে হবে কোন সেমিনারের প্রধান বক্তা হতে!সাপটা অনন্ত সময় ধরে অলস অবসন্ন পড়ে আছেঠিক ওই বৃদ্ধ জারুলের ছায়ায়,থাক তারা একে অন্যকে নিবিড় জড়িয়ে পেঁচিয়ে অজানা সময় ধরে!মুখোশটাও হয়ে যেতে থাক দাঁত মুখ থেবড়ে যাওয়াএক ব্যর্থ বৃদ্ধের অবয়ব।
Make sure you enter the(*)required information