সোনালী আগামীর পথে তারুণ্য
লেখক: ছাইফুল হুদা সিদ্দিকী
সৃস্টির সেরা জীব মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় তারুণ্য ।মানুষের জীবনের সঠিক ও যথাযথ ঠিকানার যাত্রাপথ শুরু এই তরুণ বয়স থেকেই । তারুণ্য ও যৌবন দুরন্ত দুর্বার । ৩০ লক্ষ শহীদ আর ২লক্ষ মা বোনের ত্যাগের বিনিময়ে আমরা বিশ্বের বুকে একটি অপার সম্ভাবনাময় স্বাধীন জাতি হিসেবে সোনালী আগামীর পথে দ্রুত এগিয়ে যাচ্ছি । মুক্তিযুদ্ধে দেশের মুক্তিকামী আপামর জনসাধারনের সাথে সাথে জয়ের মূলে ছিলো বাংলার তারুণ্যের শক্তি ।আর এখনও দেশের কাংখিত উন্নয়ন, সমৃদ্ধি ও সোনালী সম্ভাবনার চাবিকাঠি হলো আমাদের তরুণ ও যুব সমাজ । আজ আমরা মাতৃভাষা বাংলায় লিখছি পড়ছি কথা বলছি তার কারণ যখনি আমাদের ভাষার উপর আঘাত এসেছে সেই সময়ে আমাদের তরুণ-তরুণীরা প্রতিবাদ মিছিল করে রক্তদিয়ে জীবনের বিনিময়ে নিজের প্রিয় মাতৃভাষাকে রক্ষা করেছে । তরুণ এবং যুবকরা আমাদের উন্নয়নের চালিকা শক্তি । উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে সন্মুখে ধাবমান লাল সবুজর প্রিয় বাংলাদেশ । উন্নয়নগুলো ধরে রেখে তারুণ্যের শক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে দেশ ও জাতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ।দেশের ইতিহাস-ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে তারুণ্যের ভূমিকা অপরিসীম । প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণদের জন্য একটি শক্ত অর্থনৈতিক মঞ্চ বা কাঠামো তৈরী করতে হবে যার উপর ভিত্তি করে সহজ শর্তে আর্থিক সুবিধা পেয়ে শিক্ষিত তরুণসমাজ আমদানী-রপ্তানী, ব্যবসা বাণিজ্য এবং কৃষি খাত, মৎস্য খাত, পশুপালন এবং বিভিন্ন ধরনের গাছের বনায়ন, ঔষধি গাছ ও পাতাসহ নানান ফলের বাগান তৈরী ও ফল প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগ ও আয় সহ, আধুনিক উন্নত বিশ্বে চলমান বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে দেশের আর্থিক দিকটাকে আন্তর্জাতিক মানে নিয়ে গিয়ে নিজেদের অবস্থান আরো শক্তিশালী ও সুদৃড় করতে পারে । বিদেশ যারা আছেন এবং ভবিষ্যৎ এ যেতে ইচ্ছুক তরুণ ও যুবসমাজকে যথাযথ আধুনিক প্রশিক্ষণ প্রদান করে আরো দক্ষ কর্মকর্তা ও কর্মচারী হিসেবে যেন আমাদের দেশের তরুণ তরুণীরা বিদেশ পাড়ি দেয় এবং আরো বেশী বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারে তার ব্যবস্থা করতে হবে । আগামীর এই সোনালী সম্ভাবনার পথে এগিয়ে চলা সমাজ ও দেশকে সঠিক পরিচালনায় কাণ্ডারী তরুণদের নেতৃত্বের সঠিক গুনাবলীর বিকাশ ঘটাতে হবে এবং অভিজ্ঞ প্রবীনদের সহযোগীতা, ইতিবাচক ভূমিকা, সঠিক দিক নির্দেশনা, অভিজ্ঞতা ও জ্ঞান বিতরনের ফলে রচিত হবে সোনার বাংলাদেশ তথা আমাদের সোনালী আলোকিত আগামী ।
Make sure you enter the(*)required information