অমরাবতীসানজিদা রহমান
-সেদিন কেমন যেন অন্যমনষ্ক হেঁটে গেলেন?-খুঁজছি, একটা বেলফুলের মালা,সেদিন কথার ছলে জারুল তলায় ছেড়ে গিয়েছিলাম,সবকিছুই কেন যে এমন হারিয়ে যায় অবেলায়?
-সেদিন কেমন যেন বিষন্ন গান গাইছিলেন?-নাহ, গান কই, ও আমার বেদনার্ত সুখ,ঝরে যাওয়া ফুল, বারবার গাঁথতে চেয়েছি তাকে,অশেষ ক্লান্তিতে মলিন বিবর্ণ রূপ, কি করে গাঁথি?
-কী ভাবছেন অমন গভীরতায়?- একটা নদীর ধার ঘেঁষে হেঁটে চলে যায় স্বপ্ন আমার,শ্রাবণ সন্ধ্যায় আটপৌড়ে নীল শাড়ি, কানে গোঁজা অমরাবতী,রাজহংসের ডানায় ভাসবো অমরানদীর জলে!
Make sure you enter the(*)required information