উৎসর্গঃ ডাঃ জাফরিন চৌধুরী----------------------------------
নক্ষত্রের আলোর শত শত ফুলমানবীর মন কতোটা নির্ভূল!ছোট ছোট পথ উঠে গেছে পাহাড়ের ডানায়দখিনের হাওয়া বৈরাগী বেহুলার ভাবনায়গানের বুলবুল গলায় সুর তোলে;'' ধূলি- পিঙ্গল জটাজুট মেলে--আমার প্রলয়- সুন্দর এলে ।।পথে পথে ঝরা-কুসুম ছড়ায়েরিক্ত শাখায় কিশলয় জড়ায়ে,গৈরিক উত্তরী গগনে উড়ায়ে-রুদ্ধ-ভবনের দুয়ার ঠেলে। ''পুর্ণিমার বিমূর্ত জোয়ারি রাতপুর্ণগ্রস্থ চাঁদের তিন বেলাশুভ্রাশ্রমের ছাদে বসে প্রভাতচা গাছের পোকার ঘোরধরা স্পৃহা চিৎকারজ্যোৎস্নার অবগাহন সেরে এখনসাদা শুভ্র জীবনের পুণ্যস্নানমানবিক অবস্থার তীর্থ সংস্থানএতোটা দীর্ঘ পথযেটুকু প্রেরণার-সেই রাতে আলোকসোনালী ফুল আসেতারাপুর বাগানেনক্ষত্রের সুবাসে জাফরান ফুটে-নেমে আসে লোকালয়েমানবিক সাদা হাতের সন্তণীপরিপাট চুলে বাধা কন্ধ বেণী;হয়তো এমন- যুগ কালে একবার।---------------------------------আদনান সাকিব২৮ ভাদ্র ১৪২২ঢাকা।
Make sure you enter the(*)required information