ভেজা মাটির শোঁদানো গন্ধেমাটির কবচে সাজা টিলার বন্ধেপাতায় পাতায় বিধান লেখা ঝরছে বয়ানশেকড়-ফল- ত্রিফলা ভূগর্ভে সুরস ময়ানতৃণ শন বনলতা মনোহর বুনোফুলরাতের নিযুত নক্ষত্রের আলোর শরাব,খোয়াবের মত দ্রাক্ষা পান করেকি মাদল গন্ধ ছড়ায়- উরজ দুধেল জমিনা না-- এযেনো ত্রৈলোক্য জগৎ স্বর্গ ভূমিঅপূর্ব এই ব্রক্ষ্মপথে হৃদয়হারি সবুজহে কর্তা- সৃষ্টির! প্রশংসা তোমার,এই দীন- অতিহরি প্রবল অবুঝ।এখানে পানির ধারা চলে উর্ধ্বেনিম্নে- পাতাল ধারা তলে মিষ্টকরনহর- নুড়ির কুহরে ঝিরি- মীনের আধারমেঘের বরিষণে আসমানি মুষল সন্ধ্যেকুশল কলরব পাখির বিনীত সঙ্গম- জীবের অগাধওয়ার্দা গুলবন জোনাই ঝিঁঝিঁর- পুলক সুখের আবাদবাঁচার পূর্ণতায় প্রাণপথে সমারোহ বৃক্ষেদরবেশ মহীরুহে- ধ্যানরত পাহাড় সাধু,জিকির করে, আরশে খোদার জিকির করে !কাফেলা এখানেই থেমে দেখে লক্ষ্য-যে পবিত্রভূমে সাধনায় পূর্ন হওয়া যায়এটাই বেছে নেয়া পথ চেনা সন্ধিক্ষণ,সূফীকূলের জিকির নীলমাচানের আকাশে ভাসেসমস্বরে চারিধার কেঁপে কেঁপে ওঠে--ইয়া রব, ইয়া রব! ইয়া রব!তুমি মহান- সর্বশ্রেষ্ঠ! রাহমান রব!২৭ চৈত্র ১৪২১।
Make sure you enter the(*)required information