কতদিন আকাশটাকে চুরি করেভেবে রেখেছিলি মেঘ কিনে সিঁদুর কালি জমিয়েসেই প্রিয়ন্তর চিঠিটা লিখে দিবিকখনো চলে যাবার আগে মাটির পথেফেলে রেখে যাবি তার প্রাপ্তির অপেক্ষায়,ভেবেছিস কখনো সে আকাশ কি কাঁদতে জানেনা?তোর চিঠির মতো নীল রঙ তারও আছেতোর চিঠির বুকের শেষ রাতের কান্নাশ্রুদাগ হয়ে আছে ভিজে আছে জীবন্ত দুঃখআকাশের কতোটা কষ্ট আছে জানিস?সে চাইলে মেঘে মেঘে ভাসতে পারেজমে জমে বড় একটা কষ্ট হলেসে মেঘ কালো হতে পারেআর তুই চিঠি লেখার কালি জমাতে পারিসআরও কষ্ট পেলে আকাশখুব জোরে কাঁদতে পারেঅনেকবেশী অশ্রু ঝরাতে পারেকতোটা জল হলে পরে বান ডাকে জানিস?যে পথে চিঠিটা ফেলে রেখেছিসআকাশ সেপথে ফেরার আগেই-ওম কুয়াশায় নয় তোর কান্নাশ্রুর মতো ,কালো মেঘের বৃষ্টির বানে ভেসে ভেসে ..."তার কাছ থেকে চুরি করা সিঁদুর নিয়েএকটা চিঠি লিখেও তাকে পৌঁছুতে পারলিনা!আদনান সাকিব৬ কার্তিক ১৪২১ঢাকা।
Make sure you enter the(*)required information