চাঁদরুপালি মুন্সিয়ানা জানেকিভাবে হরণ করতে হয়চরিত্র থেকে একেবারে আদ্যোপান্ত!ভালোই ঠেকেছে সব একেলা গিলেসুখ পেলে-নাকি অনুভূতি হারালে?মদির মোহে রাত কাটিয়েজলের তলে গহীন ভুলেজ্যোৎস্না বানে পাহাড় চূড়েভোর ছাড়িয়ে বেসুমার টানেটুপ করে শিশিরের জলটিহারানোর মতো করেচাঁদফোটা হয়েঅন্তহীন নীলকান্ত আকাশের বুকেপলকে হারিয়ে গিয়েছসেই মুহুর্তের টানগুলোকেএখনো জীবিত রেখে...কি ছিলো আড়ালে বলোতোনীলকান্তের গোপনে কি জীবন আছেনাকি এখানে এই টানলাগা কষ্টগুলিজীবন? বেঁচে থাকা?-অথবা তান্ডব ছড়ানো ভালোবাসা?মাত্র কয়েকটি রাতেরসাদাকালো স্বপ্নে আঁকাকিছুটা রুপালি প্রলেপ?আমাকে জানিও,আরেকবার কোন রাতে এভাবে এলেমিথ্যের বেসাতি নিয়ে-স্বপ্নের ভুল প্রতীতির মতোএলমেলো সব রুপালি আচঁড়ে!!!--------------------------আদনান সাকিব২৩ ভাদ্র ১৪২১ঢাকা
Make sure you enter the(*)required information