আমার আকাশটা ঘুণে ধরাতাই তুমি ঢেকে দিয়েছোতোমার নীল শাড়ীর আঁচলেআমি শুধু অপার নীল দেখছিযেটাকে স্বপ্ন বলে...এমন অদ্ভুদ নীল দিয়েদিন-বিকেলের রোদসন্ধ্যা-রাতে তারা ঝিকিমিকিঅগুনিত স্বপ্নের ঝুলন্ত সহবাসশুকতারা জলছায়া হারানোপথঅপুর্ব নোভা মনে হয়মাঝে মাঝে ঠাসা প্রেমে কুসুম জবাতারার আলো ছাড়িয়ে ফুটে ঝরে পড়েধুমকেতু ঝাপটা বাতাস যেনো শরীরেরচুনি-পাথর পান্না-পুতির কুচিনীল শাড়ীর আঁচলে তোমারউল্কার মতো পলেস্তারা খসে পড়ে;দিগন্ত কাজলের মতো আঁকা নীলেতোমার বুকের নীলপদ্মের মিছিলেমেঘের মতো ঘাম জমে টলমল সরোবরবিজলী শব্দ নিঃশ্বাসে যূথ প্রেম এতই নির্ভরএক মহাকাশ স্বপ্ন খুঁজে খুঁজে যাইএতোকরে চারদিক ঘিরে থাকা নীলে।কই তুমি নাই কিছু নাই নীল নাইজানো, রোদোসীও ছাই হয়ে জমে আছেফিরে এসো এতোখানি নীল নিয়ে;তুমিইতো জীবনের গল্প থেকেপুরোপুরি শিখে রেখেছোএকা কোনদিন মধুচন্দ্রিমা হয়না।-------------------------------------আদনান সাকিব১৬ ভাদ্র ১৪২১ঢাকা।
Make sure you enter the(*)required information