রুপশালী নদীটার এই তীরেধূপশালী গানে ইনি-বেণী কথার বুণনেহাসি খেলা, দিন আসে ভোরবেলাদুপুরের কাশফুল বনে চোখ মেলে ঘুমেঅদ্ভুত বাতাসের- ব্যাথা লাগা চুমেমেঘের মতো রেণু পাঁপড়ি ঝরেবাতাস তার বুকে পুরে- সত্যিই খেয়ে ফেলেবিকেলটা স্বর্গের ছায়ামাখা,সন্ধ্যা আসুক...আজ সুখী হওয়ার রাত এই তীরেবানে ভেসে যাবে জ্যোৎস্নারআশ্বিনী পূর্ণিমা আলোকেলী খেলা করে।ওপারের তীর থেকে ভেসে আসেকুহেলিকা ডাক কামনা পাড়ার ঘাটেপাপ ঝরায় নদীটার জলেসমস্ত রুপ মাধুকরি দলেকিছুটা নগ্ন- অনেক শারীরিক দোহদ-জলে নেমে কখনো তারা চোখ ভেজায়নাঅথই স্রোতে তাদের কলরব শোরগোলএকটু পরেই গঞ্জের পথলোভের টান ধরে হাঁটে পাপের গভীরেসবকিছুর অধিকার চায় লালসার কামড়েআরো পথ ছাড়ালে হিংসার নগর;এখানে কোন দিনরাত নেইথেমে থাকা- একটু অপেক্ষা-কিছু নেই- কোন কথা নেইশুধু শব্দ শব্দপেট্রোল কয়লার গন্ধপোড়া পোড়া আত্মা সবারঘৃণায় আবদ্ব হয়ে থাকে যুগান্তরঅসহায় মৃত্যু ছাড়া আর কোন প্রবৃত্তি বেঁচে নেই।----------------------------------------------------আদনান সাকিব১০ ভাদ্র ১৪২১ঢাকা।
Make sure you enter the(*)required information